হামলার আশঙ্কা, সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়ে শুভেন্দু

হামলার আশঙ্কা, সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বলয়ে শুভেন্দু

 

কলকাতা: সর্বোচ্চস্তরের নিরাপত্তা বলয়ে শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই জেড প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাতে৷ আগামী ১০ এপ্রিল থেকে নয়া নিরাপত্তা বলয় কার্য্যকরী করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর৷

বস্তুত, এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিরোধী দলনেতা৷ কিন্তু তাঁর সুরক্ষার জন্য সেটাও যথেষ্ঠ নয় বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ তাঁরা জানাচ্ছেন, রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার দৌলতে শুরু থেকেই রাজনৈতিকভাবে টার্গেট শুভেন্দু৷ অতীতে তাঁর ওপর একাধিকবাবর হামলার ঘটনাও ঘটেছে৷ এদিকে সম্প্রতি জঙ্গলমহলেও মাওবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে৷ সবমিলিয়ে তাই এই নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত৷

সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের কাছে খবর পৌঁছেছে যে কোনও মুহূর্তে হামলা হতে পারে নন্দীগ্রামের বিধায়কের ওপর। বিষয়টি জানতে পারার পরই দ্রুত এবিষয়ে খোঁজখবর শুরু করেন গোয়েন্দারা। সূ্র মারফৎ হামলার আশঙ্কা সম্পর্কে একাধিক তথ্য পাওয়ার পরই বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্রমন্ত্রককে৷ এরপরই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর: Z+ নিরাপত্তা হল ভারতের কোন ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ স্তরের নিরাপত্তা। এই পর্যায়ের নিরাপত্তা বলয়ে ৫৫ জনের মতো নিরাপত্তাকর্মী নিরাপত্তায় মোতায়েন থাকে। যাদের মধ্যে ১০ জনের বেশি থাকে NSG কমান্ডো এবং বাকিরা হয় পুলিশ বাহিনীর বিশেষ দক্ষ নিরাপত্তা কর্মী। এই নিরাপত্তায় যেসব NSG কমান্ডো থাকে তারা প্রত্যেকেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে দক্ষ এবং মার্শাল আর্টে এবং হাতিয়ার ছাড়া লড়াই করতেও তারা উচ্চ প্রশিক্ষিত।এই সমস্ত কমান্ডোদের কাছে থাকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। যেমন MP5 বন্দুক ,এবং তাছাড়াও থাকে প্রযুক্তিগত উন্নত মানের যোগাযোগ রক্ষাকারী যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − ten =