BJP-র রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে, দার্জিলিং থেকে হুঙ্কার মমতার

BJP-র রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে, দার্জিলিং থেকে হুঙ্কার মমতার

984ded90bc2cb8771163134c62abc96d

দার্জিলিং: দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বুধবার ম্যালে দাঁড়িয়ে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুভেচ্ছা জানান রাজস্থান দিবসের৷ সেই সঙ্গে বগটুই-কাণ্ডে বিজেপি’র ভূমিকা নিয়ে এক হাত নেন তিনি৷

আরও পড়ুন- বাড়বে তাপপ্রবাহ! কালবৈশাখীর দেখা আপাতত মিলছে না

মমতা বলেন, ‘দলের সভাপতি আর সরকার দুটো এক নয়৷ রামপুরহাটের ঘটনায় তদন্ত চলছে৷ সিবিআই-কে সম্পূর্ণ সহযোগিতা করছে রাজ্য সরকার৷ ভদু শেখের হত্যাকারীকেও আমরাই গ্রেফতার করেছি৷ বিজেপি’র নেতারা সেখানে গিয়ে নিজেদের মতো করে রিপোর্ট তৈরি করেছেন৷’’ তাঁর কথায়,  ‘‘বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে বিজেপি যে রিপোর্ট পেশ করেছে তা নিন্দনীয়৷ আমি মনে করি, বিজেপি’র এই রিপোর্ট তদন্তে হস্তক্ষেপ করবে৷ তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এর অপব্যবহার করা হবে৷ এই ধরনের পদক্ষেপের নিন্দা জানাচ্ছি৷’’ 

তিনি আরও বলেন, ‘‘বিশ্বের যে কোনও প্রান্তে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, তদন্ত চলার সময় কোনও রাজনৈতিক দল বা অন্য কোনও পক্ষের তাতে হস্তক্ষেপ করা উচিত নয়৷ তদন্ত সবসময় স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া উচিত৷ তদন্তের মাঝে দলীয় হস্তক্ষেপ করার অর্থ ক্ষমতার অপব্যবহার৷ যা তদন্তকে ব্যাহত করতে পারে৷ মানুষ তদন্তের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে৷’’ বিজেপি’র উদ্দেশে তাঁর বার্তা, যথাযথ আচরণ করুন৷ এই ঘটনায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি৷ 

মমতা আরও বলেন, রিপোর্টে জেলা সভাপতির নাম উল্লেখ করা হয়েছে৷ এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়৷ নেতিবাচক ও পক্ষপাতদুষ্ট আচরণের প্রমাণ৷ তদন্ত ছাড়া কী ভাবে আমার জেলা সভাপতির নাম উল্লেখ করা হল?  অনুব্রতর নাম না করেই মমতা বললেন, আসলে বিজেপি চায় ওঁকে গ্রেফতার করা হোক।  বিজেপির বিরোধিতা যে সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি করা হবে।