উপনির্বাচনের আগে আসানসোল যেন বারুদের স্তুপ, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

উপনির্বাচনের আগে আসানসোল যেন বারুদের স্তুপ, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র

আসানসোল: আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে পুলিশের কড়া নজরদারিতে শিল্পাঞ্চল৷  জোর কদমে চলছে তল্লাশি, নজরদারি, ধরপাকড়৷ অস্ত্রসস্ত্র সহ সালানপুর, জামুড়িয়া ও কুলটি থেকে তিন দুস্কৃতীকে গ্রেফতার করল পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৩ টি পাইপগান, ৭ রাউন্ড গুলি। তিন জনের মধ্যে এক দুষ্কৃতীকে পাইপগান ও গুলি-সহ গ্রেফতার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত সরকার৷ বাড়ি জিতপুর উত্তররামপুর গ্রাম পঞ্চায়েতের নামোকেশিয়া এলাকায়। লোয়ার কেশিয়ার পিছনে ছাতিম বাগান থেকে  ওই ব্যক্তিকে ধরে পুলিশ। তার কাছে ছিল বাইক৷ ধৃত ব্যক্তির কাছ থেকে একটি দেশি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- পুলিশের জালে ভাদু খুনে অভিযুক্ত আরও তিন, ফের জিজ্ঞাসাবাদ মিহিলালকে

সালানপুরের পরে জামুড়িয়া৷ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ৷ ৫ রাউন্ড গুলি ও একটি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় এক যুবককে। ধৃতের নাম মহম্মদ সাজ্জাদ ওরফ রাজা। বাড়ি জামুড়িয়ার নীচু সেন্টার এলাকায়৷ মঙ্গলবার রাতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালালানোর সময়  সন্দেহ জনকভাবে এক যুবককে জামুড়িয়া বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখে জামুড়িয়া থানার পুলিশ। সন্দেহ হতেই তল্লাশি চালায়৷ তাঁর কাছ থেকে ৫ রাউন্ড কার্তুজ ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয় তাকে৷ পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

অন্যদিকে কুলটি বরাকর ফাঁড়ি এলাকা থেকে আরও এক দুস্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে এক রাউন্ড গুলি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম সত্যজিত ঘটক। ডিসেরগড় রোডের ভাঙাপুলের কাছে তাকে হাতেনাতে ধরে পুলিশ৷