মতুয়াদের ওপর হামলা, পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

মতুয়াদের ওপর হামলা, পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের

বারাসত: ঠাকুরনগরগামী মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ৷ ঘটনায় আহত ২জন৷ শান্তনু ঠাকুরের দ্বারস্থ মতুয়ারা। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে বলে হুঙ্কার দিয়েছেন শান্তনু ঠাকুরও৷ যার জেরে ফের উত্তপ্ত হতে চলেছে ঠাকুরনগর এলাকা৷

মতুয়া দলের প্রতিনিধিদের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে বাসে করে রওনা হয় মতুয়া দল। গভীর রাতে বারাসাত কাজীপাড়া এলাকায় কিছু যুবক ওই বাস আটকায় । মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে। প্রতিবাদ করতে গেলে সুমন হালদার ও দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সুমন হালদার গুরুতর আহত হয়ে কলকাতাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয়। শান্তনু ঠাকুরের বক্তব্য, ওই এলাকায় এর আগেও দুষ্কৃতীমূলক কাজ কর্ম চললেও পুলিশ ব্যবস্থা নেয় না। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে।  তার জন্য দায়ী থাকবে প্রশাসন। ঘটনার জেরে এলাকার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ যদিও এই বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =