কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন শান্তিপ্রসাদ সিন্হা। শুক্রবার দ্রুত শুনানির আর্জি জানান এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা। দুপুর ১২টা নাগাদ মামলার শুনানি শুরু হতেই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের প্রশ্ন, দেরি করে সিবিআইয়ের অফিসে গেলেন কেন শান্তিপ্রসাদ?
আরও পড়ুন- শান্তিপ্রসাদের পর শিক্ষামন্ত্রীর আপ্ত সহয়াককে জিজ্ঞাসাবাদের করবে CBI, ৯০জনের চাকরি বাতিল
বৃহস্পতিবার গ্রুপ ডি মামলায় এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা৷ তবে গতকাল সন্ধ্যায় তিনি সিবিআই দফতরে হাজিরা দেননি৷ কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার ৪৫ মিনিট আগে নাটকীয় ভাবে রাত ১১টা ১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন শান্তিপ্রসাদ৷ এর পরেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা৷ ৩ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ নিজাম প্যালেস থেকে বেরিয়ে তিনি জানান, সব প্রশ্নের উত্তর দিয়েছি৷
এদিকে আজ, শুক্রবার মামলার শুনানির সময় সিবিআইকে মামলায় যোগ করার নির্দেশ দেয় উচ্চ আদালত। পাশাপাশি আদালতের নির্দেশ, বিভিন্ন স্কুলে কর্মরত গ্রুপ ডি-র সংশ্লিষ্ট কর্মীদের যেন ঢুকতে দেওয়া না হয়৷ এই নির্দেশ যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা, তা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শক৷ নির্দেশ ডিভিশন বেঞ্চের। তা ছাড়া, তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক, ওএসডি-সহ কমিশন গঠিত তৎকালীন সব সদস্যকে এই মামলায় যোগ নির্দেশও দিয়েছে কলকাতা হাই কোর্ট। বেঞ্চ জানায়, উক্ত ব্যক্তিদের নির্দেশ দেওয়া হচ্ছে, সিবিআই ডাকলেই দ্রুত হাজিরা দিতে হবে। এক্ষেত্রে কোনও রূপ বিলম্ব মেনে নেওয়া হবে না। ফলে শান্তিপ্রসাদ ছাড়াও রাজ্য সরকার গঠিত কমিটিতে থাকা বাকিদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>