সেস কমিয়ে বাংলায় তেলের দাম কমাবে তৃণমূল সরকার? যা বললেন কুণাল

বাংলায় কমছে না তেলের দাম

ce30404fe112c6e527dd5f48f11f27b8

কলকাতা:  লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার তৃণমূল কংগ্রেস৷ সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ সেই সঙ্গে এও জানালেন রাজ্যে কমছে না তেলের দাম৷  সেস ছাড়ছে না রাজ্য সরকার৷ কুণালের কথায়, এটা প্রহসন৷

আরও পড়ুন- গাড়িতে নয়, অটোয় চাপিয়ে আসামিদের আদালতে নিয়ে হচ্ছে পুলিশ

এদিন তোপ দেগে কুণাল বলেন, কেন্দ্রীয় সরকারের দাবি,  তেল সংস্থাগুলি নাকি তেলের দাম নিয়ন্ত্রণ করে৷ কেন্দ্রীয় সরকার নয়৷ তাহলে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের নির্বাচনের আগে কেন বাড়ল না তেলের দাম? 

কলকাতায় লিটার প্রতি ডিডেলের দাম ৯৭.০২ পয়সা এবং পেট্রোল ১১২.১৯ পয়সা৷ এদিকে, বিরোধীদের দাবি রাজ্য সরকার নিজের সেস ছাড়ছে না৷ জবাবে কুণাল বলেন, কেন ছাড়বে? আপাত চমক দিয়ে যে সকল বিজেপি সরকার সেস ছেড়েছিল, সেখানেও দিনের শেষ দাম বাড়ল৷ ধাক্কাটা মানুষের গায়ে এসেই পড়ল৷ সবটাই নাটক৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় সরকার সমস্ত প্রাপ্য মিটিয়ে দিচ্ছে৷ পারলে বেশিই দিচ্ছে৷ তৃণমূল বা অবিজেপি সরকারের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে৷ কোষাগারে টান পড়ছে৷ ফলে কোথায় ছাড় দেওয়া হবে আর কোথায় নয়, তা বলার অধিকার বিজেপি’র নেই৷ কারণ বাংলাকে ঠিকমতো বকেয়াটাও দেয় না কেন্দ্র৷ এখানে কথায় জাগলারি বা সস্তা রাজনীতির কোনও জায়গা নেই৷   

কুণালের কথায়, আমরা আগেই বলেছিলাম, এটা রাজনৈতিক সিদ্ধান্ত৷ ভোটের আগে দাম বাড়ানো হল না, ভোটের পর মানুষের কাঁধে প্রবল একটা বোঝা চাপিয়ে দেওয়া হল৷ পর পর সাতদিন ধরে লাগাতার বেড়েছে জ্বালানি তেলের দাম৷ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি সরকার৷ মিথ্যে কথা বলছে৷ কারণ, যারা ভোটের আগে দাম না বাড়ানোর ক্ষমতা রাখে, তারাই ভোটের পর দাম বাড়ানোর ক্ষমতার অধিকারী৷ সংসদের ভিতরে এবং বাইরে সর্বত্র জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হবে বলেও সুর চড়ান কুণাল৷ 

তিনি বলেন, একের পর এক জন বিরোধী নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার৷ তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে এর প্রতিবাদ করতে গেলেই, আন্দোলন রুখতে বৃহত্তর ষড়যন্ত্র করা হচ্ছে৷ তাঁর অভিযোগ, রাজ্যে অপ্রীতিকর ঘটনায় প্ররোচনা দেওয়া হচ্ছে৷ যাতে বিজেপি’র বিরোধিতা না করে সকলে এই সব নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ে৷ তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে বলেও সাফ জানান কুণাল৷ মানুষের কাছে তাঁর অনুরোধ, বিজেপি’কে একটা ভোটও নয়৷ কারণ এই বিজেপি’ই পেট্রোল-ডিজেল থেকে রান্নার গ্যাস, ওষুধের গাম বাড়াচ্ছে৷ মানুষের বেঁচে থাকা কঠিন করে তুলছে৷ ধর্ম নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে, ষড়যন্ত্র করে অশান্তি তৈরি করে রাজনৈতিক প্রচারের অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে৷ বিজেপি’র ফাঁদে পা দেবেন না বলেও সতর্ক করেন কুণাল৷