বোমার আঘাতে নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন ভাদু, কী ভাবে ‘খুন’? প্রকাশ্যে CCTV ফুটেজ

বোমার আঘাতে নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন ভাদু, কী ভাবে ‘খুন’? প্রকাশ্যে CCTV ফুটেজ

530c5256c156087ac62a24621af3c0e7

রামপুরহাট: সেই রাতে ঠিক কী ঘটেছিল? কী ভাবে খুন হয়েছিলেন রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ব্লক সভাপতি ভাদু শেখ? প্রকাশ্যে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ৷ সেখানে দেখা গিয়েছে বগটুই মোড়ে রাস্তার পাশে চায়ের দোকানের সামনে একটি স্কুটির উপর বসে রয়েছেন ভাদু৷ সেই সময় দুটি বাইক নিয়ে চারজন দুষ্কৃতী সেখানে আসে৷ বাইক থেকে নেমেই ভাদুকে লক্ষ্য করে পরপর বোমা ছুঁড়তে থাকে তারা৷ এর পর আগ্নেয়াস্ত্র বার করে তাঁকে লক্ষ্য করে গুলিও চালাতে যায়৷ কিন্তু ততক্ষণে বিস্ফোরণের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন ব্লক সভাপতি৷ তাই গুলি না চালিয়েই সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ ঘটনার রাতের সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছে পুলিশ৷ 

আরও পড়ুন- ‘দুয়োরানি’ বিশ্বভারতী আলিয়া-কাণ্ডে ‘প্রশংসা’ করল রাজ্যের, সঙ্গে দিল ‘খোঁচা’

গত ২১ মার্চ রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খুন হন ভাদু শেখ। কিন্তু প্রশ্ন হল, সিসিটিভি ফুটেজ পেতে পুলিশের এত দেরি হল কেন? যেখানে ভাদু খুন হন, তার সামনের বাড়িতেই লাগানো ছিল সিসি ক্যামেরা৷ পুলিশ কি সেটা লক্ষ্যই করেনি? এদিকে, ভাদু শেখ খুনের তদন্তে প্রথম থেকেই পুলিশের গাফিলতির অভিযোগ উঠেছছে৷  সিসি ক্যামেরায় ভাদু খুনের যে দৃশ্য ধরা পড়েছে সেটি মোট ৪২ সেকেন্ডের৷ তাতে দেখা গিয়েছে ৪০ সেকেন্ডের মধ্যেই ভাদুকে খুন করে দুষ্কৃতীরা। পুলিশের অনুমান, দু’টি বাইকে চেপে চার জন নয়, ভাদুকে খুন করতে ছয়-সাত জন দুষ্কৃতী জড়ো হয়েছিল চায়ের দোকান চত্বরে। ইতিমধ্যেই ভাদু মামলায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে৷ সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর অপরাধীদের গ্রেফতার করা আরও সহজ হবে বলে মনে মনে করা হচ্ছে৷