ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণে নয়া আইন আনল চিন

ব্যক্তিগত তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণে নয়া আইন আনল চিন

d147c705ab2aabe73d7f3825aa6de940

বেজিং: অনলাইনে বেসরকারি সংস্থাগুলির তথ্য সংগ্রহ নিয়ন্ত্রণে শুক্রবার একটি নতুন আইন পাশ করল চিন৷ পার্সোনাল ইনফরমেশন প্রোটেকশন ল (পিআইপিএল)-এর মতো আইন এই প্রথম পাশ হল চিনের পার্লামেন্টে৷ ন্যাশনাল পিপলস কংগ্রেসে এই আইন পাশ করা হয়েছে৷ জানা গিয়েছে ১ নভেম্বরের মধ্যে এটি কার্যকর করা হবে।

আরও পড়ুন- ‘অধিকার ত্যাগ সম্ভব নয়’, পথে নেমে প্রতিবাদ আফগান মহিলাদের

চিন সরকার আলিবাবা অ্যান্ড টেনসেন্ট এবং ট্যাক্সি-হাইলিং কোম্পানি দিদি-এর মতো টেক জায়ান্টদের ক্রমবর্ধমান স্ক্রুটিনির প্রেক্ষিতে এই আইনটি পাস করেছে৷  জিনহুয়া-র রিপোর্ট বলছে, এই আইন ” সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ, ব্যবহার, প্রক্রিয়াকরণ, প্রেরণ, প্রকাশ এবং লেনদেন নিষিদ্ধ করে৷” নতুন আইনে বলা হয়েছে, বায়োমেট্রিক্স, মেডিক্যাল, স্বাস্থ্য ও আর্থিক বিষয় এবং ব্যক্তিগত সংবেদনশীল তথ্য সংগ্রহ করার আগে তাঁদের সম্মতি নেওয়ার প্রয়োজন রয়েছে৷  অবৈধভাবে ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এমন অ্যাপগুলির পরিষেবা স্থগিত বা বন্ধ করারও জন্য এই আইনের প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেছে জিনহুয়া৷ এটি ব্যক্তিগত তথ্য হ্যান্ডলারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে মনোনীত করার আহ্বাবন জানায়৷ এবং আইন মেনে পিরিয়ডিক অডিট নিশ্চিত করে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *