কলকাতা: এসএসসি নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, মামলাকারীরা সিবিআইয়ের কাছে তাঁদের নথি জমা দেবেন। আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে রিপোর্ট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন- ‘CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সাহায্য করব’, অনুব্রত ইস্যুতে SSKM কর্তৃপক্ষ
এদিন আদালত আরও জানায়, কাউকে রেয়াত করা হবে না৷ সিবিআই চাইলে যে কোনও সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করতে পারবে। বৃহস্পতিবার সিবিআই-এর হাতে সেই ক্ষমতা তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা ও কমিটির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। নতুন করে অভিযোগ দায়ের করে মামলার তদন্ত শুরু করতে হবে৷ এসপি সিনহা সহ-অন্যান্য সদস্যদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী অফিসাররা। আগামী ২৭শে এপ্রিল মামলার পরবর্তী শুনানি।
২০১৯ সালের ১ নভেম্বর স্কুলে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদারকি এবং পর্যবেক্ষণের জন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছিল রাজ্য সরকার। কমিটির উপদেষ্টা ছিলন শান্তিপ্রসাদ সিনহা৷ এছাড়াও কমিটিতে ছিলেন সুকান্ত আচার্য (তৎকালীন শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব), প্রবীরকুমার বন্দ্যোপাধ্যায়, (তৎকালীন শিক্ষামন্ত্রীর ওএসডি), অলোককুমার সরকার (শিক্ষা দফতরের ডেপুটি ডিরেক্টর) এবং তাপস পাঁজা (শিক্ষা দফতরের আইনি অফিসার)। বিচারপতি গঙ্গোপধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কমিটির পাঁচ সদস্যের আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে যান। তাঁর নির্দেশে চারটি ডিভিশন বেঞ্চে মামলাটি ঘোরে। কিন্তু চারটি বেঞ্চই এসএসসি মামলা ফিরিয়ে দেয়। পরে পঞ্চম বেঞ্চ তাদের মামলা গ্রহণ করে।
এই মামলায় বলা হয়েছিল, নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথম উপদেষ্টা কমিটির মিটিং হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। অভিযোগ, আদালতের সামনে ভুল তথ্য তুলে ধরা হয়েছে৷ কারণ কোন মিটিংই হয়নি। ২০১৬ সালে নবম-দশম নিয়োগ পরীক্ষা হয়৷ অভিযোগ, তালিকার নীচের দিকে নাম থাকা প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে৷ অথচ বঞ্চিত হয়েছে উপরের দিকে নাম থাকা প্রার্থীরা৷ এর আগে নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়ে বিচারপতি হরিশ টন্ডন বলেছিলেন, ‘দেখে মনে হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। এখনও সময় আছে, ব্যবস্থা নিন।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>