বেলাগাম জ্বালানি, পাল্লা দিয়ে চড়ছে মাছ, মাংস সবজির দাম, আগুন চৈত্রের বাজারে

বেলাগাম জ্বালানি, পাল্লা দিয়ে চড়ছে মাছ, মাংস সবজির দাম, আগুন চৈত্রের বাজারে

কলকাতা:  একেই জ্বালানির লাগাম ছাড়া বৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে বাজার দর৷ চৈত্রের বাজারে ঝরছে আগুন৷ গত কয়েক দিন সব রকম চালের দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে৷ অধিকাংশ সবজির দামই ৫০ টাকার বেশি৷ মুরগির মাংস ২০০ টাকা ছাপিয়ে গিয়েছে৷ ফলের দামও আকাশ ছোঁয়া৷ বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে বাজারে৷ 

আরও পড়ুন- গবেষক ছাত্রের আত্মহত্যা নিয়ে ঘনীভূত হচ্ছে সন্দেহ

গত কয়েক দিনে লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে৷ ডিজেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সরাসরি প্রভাব পড়েছে বাজারের৷ কারণ পণ্য পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হল  ডিজেল৷ চাল থেকে সবজি-মাছ, সবকিছুর দাম উর্ধ্ব মুখী৷ মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে ৩০ শতাংশ৷ যদুবাবুর বাজারে এক মাছ বিক্রেতা বলেন,  তেলের দাম বাড়ায় মাছের দাম বেড়েছে৷ ৫০ থেকে ৬০ টাকা কিলো প্রতি বৃদ্ধি পেয়েছে৷ কলকাতার বাজারে বাইরের বিভিন্ন রাজ্য থেকে মাছ আছে৷ বর্ষশেষের মাসে সরবরাহ কম থাকে৷ ফলে দামও বেড়ে যায়৷ 

এক ক্রেতার কথায়, যে মাছ ১৪০-১৫০ টাকা কেজিতে পাওয়া যেত, সেটাই এখন ২০০ টাকা৷ শুধু মাছ নয়, সবজির দামও চড়া৷ কিছুদিন আগে কাঁচা আম ছিল ৪০ টাকা কেজি, সেই আম এখন ৯০ টাকা কেজি৷ অগ্নিমূল্য বাজারের জন্য প্রত্যেকেরই বাজেট বাড়াতে হচ্ছে৷ নয়তো কাটছাঁট হচ্ছে মেনুতে৷ কলকাতার পাশাপাশি হাওড়াতেও মাছের বাজারে আগুন৷ আগে যখানে দিনে ৩০ থেকে ৩৫টি ট্রাক আসত৷ জ্বালানির দাম বাড়ায় ট্রাকের সংখ্যা অনেকটাই কমেছে৷ যোগান কমায় সব রকম মাছেরই দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ৷