ভোটের পরেই ‘রিটার্ন গিফট’ কেন্দ্রের! মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা মমতার

ভোটের পরেই ‘রিটার্ন গিফট’ কেন্দ্রের! মূল্যবৃদ্ধি নিয়ে খোঁচা মমতার

কলকাতা: জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির কারণে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। মাছ-মাংস-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় যে কোনও পণ্যের দাম ব্যাপক ভাবে বেড়েছে বিগত কিছু দিনে। তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা কেন্দ্রের বিজেপি সরকারের উদাসীনতাকে দায়ি করেছে এই অবস্থার জন্য। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আজ নবান্নে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে দুষলেন তিনি।

আরও পড়ুন- SSC মামলায় নয়া মোড়! মামলা রিলিজ করল বিচারপতি সি সিভগ্নানাম ও হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ

মমতার কথায়, পাঁচ রাজ্যের নির্বাচন জেতার পর যেখানে জ্বালানির দাম কমানোর কথা ছিল কেন্দ্রীয় সরকারের, সেখানে দাম বৃদ্ধি করা হল। এটা নির্বাচনে জিতে মানুষকে ‘রিটার্ন গিফট’ দিয়েছে সরকার। এভাবেই কটাক্ষ করেন মমতা। আরও বলেন, লাগাতার দাম বৃদ্ধির ইস্যু নিয়ে কেন্দ্র কিছুই করছে না। এদিকে মূল্যবৃদ্ধির জেরে রান্নাঘরে আগুন জ্বলছে। এই ক্ষেত্রে তিনি আরও একবার মনে করিয়ে দেন যে, জ্বালানির দাম বৃদ্ধির ব্যাপারটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। কিন্তু তারা কিছুই না করে ১৫ দিনে ১৬ বার জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস তো বটেই, জীবনদায়ী কিছু ওষুধের দামও তারা বাড়িয়ে দিতে পিছপা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা।

৪ এপ্রিল নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা দাবি করেছিলেন যে, কেন্দ্রীয় সরকার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কিছুই করছে না। জ্বালানির দাম বাড়লে যে রান্নার গ্যাসের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে সেটা হয়তো মোদী সরকার বুঝছে না। তাই রাজ্যে রাজ্যে হিংসা ছড়িয়ে দিয়ে, আগুন লাগিয়ে দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, আজ কৃষি বিপণন দফতর, বাজার কমিটি, পুলিশ এবং বাজার নিয়ন্ত্রণ সংক্রান্ত রাজ্য সরকারের টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − three =