বাঁকুড়া: প্রায় এক যুগ আগের ছায়া ফের জঙ্গলমহলে৷ অতীতের কালো স্মৃতি উস্কে মাওবাদীদের ডাকা বনধে ফের ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ার জঙ্গল মহলে। শুক্রবার সকাল থেকে এই এলাকার সারেঙ্গা, ঝিলিমিলি, রাইপুর রানিবাঁধ এলাকার সমস্ত দোকানপাট বন্ধ। কোনও বেসরকারি যানবাহন রাস্তায় নামেনি। মাওবাদী বনধের বিষয়ে মানুষ খুব একটা মুখ খুলতেও চাইছেন না৷ যা থেকে মাও আতঙ্কের ছবিটা স্পষ্ট৷
‘রাজ্য সরকার দুর্নীতির ক্রিমিন্যালদের স্পেশ্যাল হোমগার্ড’ পদে চাকরি দেওয়ারর অভিযোগ তুলে ও তার ‘প্রতিবাদে আজ বাংলা বনধে’র ডাক দেয় ‘সিপিআইএম-মাওবাদী। হাতে লেখা কিছু পোস্টার পড়েছিল এলাকায়৷ তারই জেরে বাঁকুড়ার জঙ্গলমহল যেন মাও আতঙ্কে কাঁটা৷ যা দেখে উদ্বিগ্ন পুলিশ কর্তারাও৷ বস্তুত, সাম্প্রতিক অতীতে জঙ্গলমহলে ধীরে ধীরে ফের মাও পোস্টারের ছবি সামনে আসছে৷ নদিয়া থেকে গ্রেফতার হয়েছে এক মাওবাদী নেত্রী৷ তিনি যাদবপুরের প্রাক্তনী৷ ওই গ্রেফতারির পর রাজ্যে ফের মাও কার্যকলাপের ছবি আরও স্পষ্ট হয়েছে৷
তাই এদিনের বনধকে হাল্কা চোখে দেখছেন না পুলিশ কর্তারা৷ কারা কারা মাওবাদীদের প্রতি দুর্বল তাঁদের উদ্দেশ্যে খোঁজখবর শুরু হয়েছে৷ অন্যদিকে এদিন সকাল থেকে বাঁকুড়ার গোবিন্দনগর বাসস্ট্যাণ্ড থেকে জঙ্গলমহলগামী কোন বেসরকারি বাস বেরোয়নি। সিমলাপাল, রাইপুর, রানীবাঁধ, খাতড়াগামী প্রত্যেকটি বাসই বাস স্ট্যাণ্ডই দাঁড়িয়ে রয়েছে। বাসকর্মীরাই জানিয়েছেন, অন্যান্য রুটের সব বাস চলাচল করলেও জঙ্গল মহল রুটে কোন বাস এদিন রাস্তায় নামেনি। মাওবাদীদের ডাকা বনধে কোন ঝুঁকি তারা নিতে রাজি নন বলেই জানিয়েছেন।