৫৮ সেকেন্ড জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্ক শুভেন্দু, দায়ের মামলা

৫৮ সেকেন্ড জাতীয় সঙ্গীত গেয়ে বিতর্ক শুভেন্দু, দায়ের মামলা

কলকাতা: ২৯ মার্চ কাঁথি শহরে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি সভা আয়োজন করা হয়েছিল। সভার শেষে জাতীয় সঙ্গীত ভুল পরিবেশনার অভিযোগ ওঠে কাঁথি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা কাউন্সিলর রিনা দাসের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়। পরে বিজেপির তরফে অরাজনৈতিক মঞ্চ তৈরি করে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা করেছিলেন খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখানেই জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় নির্ধারিত সময় অতিক্রম করার অভিযোগ উঠেছে, যার জেরে এবার তাঁর বিরুদ্ধে মামলা হল।

আরও পড়ুন- স্বাধীনতার ৭৫তম বর্ষে চাঁদ-সূর্যের পথে ভারত, মহাকাশে যাচ্ছে চন্দ্রযান-৩, আদিত্য এল ওয়ান

জাতীয় সঙ্গীত গাইতে ৫২ সেকেন্ড সময় লাগার কথা। কিন্তু এখানে অভিযোগ যে, বিজেপির তরফে যে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে তা ৫৮ সেকেন্ডের। কেন বাড়তি সময় লেগেছে তা নিয়ে যেমন প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, ঠিক তেমনই জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে এই অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে কাঁথি থানায়। কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এই মামলা দায়ের করেন। জানা গিয়েছে, শুভেন্দু ছাড়াও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, শুভেন্দু অধিকারীর ভাই তথা বিজেপি সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারী, উত্তর কাঁথির প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতির বিরুদ্ধে।

তবে এই ইস্যুতেও অভিযোগ-পাল্টা অভিযোগের বহর দেখা দিয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে, যারা (তৃণমূল কংগ্রেস) নিজেরা ভুল জাতীয় সঙ্গীত গান তারা আবার কীসের ভিত্তিতে অবমামনার অভিযোগ তুলছেন তা বোঝা দায়ে। যদিও গান গাইতে দেরি হওয়া প্রসঙ্গে তাদের বক্তব্য, প্রায়  হাজার লোককে নিয়ে একসঙ্গে নির্ভুলভাবে গান গাইতে যেটুকু সময় লাগে, তাই লেগেছে। এখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করার প্রশ্নই ওঠে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 3 =