‘রমজানের মধ্যে হয়রানি, ভোট না দিয়ে ফিরতে হচ্ছে’, ক্ষুব্ধ বাম প্রার্থী সায়রা শাহ হালিম

‘রমজানের মধ্যে হয়রানি, ভোট না দিয়ে ফিরতে হচ্ছে’, ক্ষুব্ধ বাম প্রার্থী সায়রা শাহ হালিম

2acc94340882c613dbf20e1fc4208b34

কলকাতা:  ভোট বিভ্রাট৷ নির্দিষ্ট সময় থেকে এক ঘণ্টা পেরিয়ে গেলেও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের পার্ক লেনে ৬৩ নম্বর বুথে ভোট শুরু না হওয়ায় বিরক্ত সিপিএম প্রার্থী তথা অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝিসায়রা শাহ হালিম৷ অভিযোগ, সকাল থেকেই এই কেন্দ্রের ভিভিপ্যাট খারাপ হয়ে পড়ে রয়েছে৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ ৮টা বেজে গেলেও ওই বুথে ভোট নেওয়া সম্ভব হয়নি৷ বহু ভোটারকে ফিরে যেতে হয়েছে৷ 

আরও পড়ুন- বাবুলকে বুথে ঢুকতে বাধা, রিপোর্ট তলব করল কমিশন

সায়রার কথায়, ‘‘মশিন চলছে না৷ সকাল থেকেই খারাপ হয়ে পড়ে রয়েছে৷ ভোটাররা বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন৷ আমরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি৷ দেড় ঘণ্টার বেশি একটা মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে৷ দেখা যাক কমিশন কী ব্যবস্থা নেয়৷’’ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়রা৷ তিনি বলেন, এতক্ষণ মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে৷ অথচ কমিশনের হেলদোল নেই৷ এতে এত গরম৷ রমজান চলছে৷ এর মধ্যে এমন হেনস্থা৷ যাঁরা ফিরে গিয়েছেন তাঁরা কি আর ভোট দিতে আসবেন?