পাঠ চুকল মোবাইলের, নিয়ে যাওয়া যাবে না স্কুলে, জারি নির্দেশিকা

পাঠ চুকল মোবাইলের, নিয়ে যাওয়া যাবে না স্কুলে, জারি নির্দেশিকা

f32e955d4b09a462f48cfb2acaa6a79f

 

কলকাতা: অবশেষে পাঠ চুকল মোবাইলের৷ নিয়ে যাওয়া যাবে না স্কুলে৷  জারি নির্দেশিকা শিক্ষা দফতরের এহেন নির্দেশিকাকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়ে শিক্ষাঙ্গনে৷

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, এখন থেকে স্কুলে আর মোবাইল নিয়ে যেতে পারবেন না পড়ুয়ারা৷ শিক্ষকেরা স্কুলে মোবাইল নিয়ে যেতে পারবেন৷ তবে ক্লাসরুম বা ল্যাবরেটরিতে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে শিক্ষকদের ক্ষেত্রেও৷ ক্লাসরুমের ভেতরে ব্যবহার করা যাবে না কোনও ডিভাইসও৷

বস্তুত, করোনা আবহে ছাত্র শিক্ষকের মেলবন্ধনে জরুরি হয়ে উঠেছিল মুঠো ফোন৷ তাঁকে ছাড়া দুনিয়াদারির ‘হাল হকিকৎ’ জানা দুরূহ৷ এহেন মুঠো ফোন এবার বাতিল হতে চলেছে শিক্ষাঙ্গনে৷ পাল্টা হিসেবে শিক্ষকদের একাংশের তরফে প্রশ্ন তোলা হয়েছে, রাজ্য সরকারের তরফে স্টুডেন্টসদের বিলি করা স্মার্ট ফোনের প্রসঙ্গ৷ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহ সম্পাদক স্বপন মণ্ডল বলেন,‘‘সিদ্ধান্ত মানতে কোনও আপত্তি নেই৷ কিন্তু তাহলে সবার আগে সরকারকে নিজের পুরনো সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে৷ রাজ্য সরকারই স্কুলে স্কুলে পড়ুয়াদের স্মার্ট ফোন বিলি করেছিল৷ আগে সেটা বন্ধ করা হোক৷’’

যদিও শিক্ষা দফতরের তরফে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, করোনার সময় পরিবর্তিত পরিস্থিতিতে মোবাইল ব্যবহার করা জরুরি হয়ে উঠেছিল৷ তবে এখন যেহেতু স্কুলে ক্লাস চালু হয়েছে তাই ক্লাসে মোবাইল নিয়ে  পঠনপাঠনে বিঘ্ন ঘটতে পারে৷ ব্যাঘাত ঘটতে পারে পড়ুয়া ও শিক্ষকদের মন সংযোগে৷ সেকারণেই এই সিদ্ধান্ত৷ এখই কারণে ল্যাবরেটরিতেও মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *