হাঁসখালিকাণ্ডে মহিলাদের বিশেষ কমিটি তৈরি বিজেপির, ‘হাথরাস’ নিয়ে প্রশ্ন তৃণমূলের

হাঁসখালিকাণ্ডে মহিলাদের বিশেষ কমিটি তৈরি বিজেপির, ‘হাথরাস’ নিয়ে প্রশ্ন তৃণমূলের

কলকাতা: হাঁসখালিতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তাতে বাংলা উত্তাল। রাজনৈতিক তরজা তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। ওই নির্যাতিতার বাড়ির লোকের সঙ্গে দেখা করেছেন বিজেপি, তৃণমূল, কংগ্রেস দলের একাধিক নেতারা। রাজ্যের শাসক দল এতে বিরাট অস্বস্তিতে পড়েছে কারণ তাদের দলের সদস্য এতে জড়িত বলেই অভিযোগ। ঘটনার তদন্ত তো যেমন হওয়ার হচ্ছে, কিন্তু এই অবস্থায় বিজেপি আলাদা মহিলাদের কমিটি গঠন করেছে। এই নিয়ে আপত্তি তৃণমূলের।

আরও পড়ুন- রাষ্ট্রপতি শাসনের দাবিতে রাজভবনের সামনে বিজেপি’র তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হাঁসখালি কাণ্ডে পাঁচ মহিলা সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গড়েছে বিজেপি শিবির। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত সেই কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। জানা গিয়েছে, এই কমিটিতে উত্তরপ্রদেশের দুই বিজেপি নেত্রীও আছেন। বিজেপির এই কমিটি নিয়ে সঙ্গে সঙ্গেই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, উত্তরপ্রদেশের হাথরাসের সময়ে বিজেপির এই ধরণের কমিটি কোথায় ছিল? একই সঙ্গে দাবি, মর্মান্তিক এই ঘটনা নিয়ে অযাচিত রাজনীতি করছে বিজেপি। ঘৃণ্য রাজনীতির শিকার বানানো হচ্ছে নির্যাতিতার পরিবারকে। এর পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেন, ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্ত করলে এই ধরণের কমিটির কোনও কাজ নেই। বিজেপি চাইছে তদন্ত প্রভাবিত করতে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের তরফে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতের নজরদারিতে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এই মামলায় সিবিআই-এর তদন্তে কতটা অগ্রগতি হল ২ মে’র মধ্যে সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =