তপন কান্দু ‘খুনে’ প্রথম গ্রেফতার CBI-এর, শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

তপন কান্দু ‘খুনে’ প্রথম গ্রেফতার CBI-এর, শুনানি শেষে রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

e0e96da2da4f4ebdcc067df83a9f875b

কলকাতা:  তপন কান্দু খুনের মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার৷  ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ।
 

আরও পড়ুন- ধর্ষণ কাণ্ডের প্রতিবাদীরা ‘চাড্ডি-মাকু’! পোস্টে বিতর্ক সৃষ্টি সুমনের

এদিকে তপন কান্দু হত্যাকাণ্ডে প্রথম গ্রেফতার করল সিবিআই। ধৃত ব্যক্তি তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত বলে সিবিআই সূত্রে খবর। এমনকী ধৃত ব্যক্তি সরকারি চাকরি করেন৷ পাশাপাশি একটি ধাবার মালিক তিনি। এদিন বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতের নাম সত্যবান প্রামাণিক। আজই আদালতে তোলা হবে  তাঁকে।

সিবিআই সূত্রে খবর, টানা ২১ ঘণ্টা ধরে ম্যারাথন জেরার পর গ্রেফতার করা হয় সত্যবান প্রামাণিককে। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সত্যবানের আদি বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া হেঁসাহাতু গ্রামে। তবে এখন তিনি পুরুলিয়ার ঝালদা শহরের হাটতলার বাসিন্দা। সেখানেই একটি ধাবা খুলেছেন তিনি৷  ওই ধাবার কাছেই রয়েছে তপনের কান্দুর দাদা নরেন কান্দুর হোটেল।