গানের কলিতে রুদ্রনীলকে তীব্র খোঁচা, ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষ মদনের

গানের কলিতে রুদ্রনীলকে তীব্র খোঁচা, ‘নীল গিরিগিটি’ বলে কটাক্ষ মদনের

a23102c30a1200b1b1f1f12d820b4f9f

কলকাতা: কবিতায় গানে বারবার শাসক শিবিরকে বিঁধেছেন তিনি৷ অনুব্রত মণ্ডলের সিবিআই তলব এড়ানো নিয়ে কবিতার বাণ ছুঁড়েছিলেন৷ হাঁসখালি ধর্ষণকাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতেও মুখ খোলেন৷ চুপ থাকেনি শাসক দলও৷ রুদ্রনীলের কবিতা খোঁচার জবাব কবিতার মাধ্যমেই দিয়েছিলেন কমারহাটির বিধায়ক মদন মিত্র৷ এবার গান বাঁধলেন তিনি৷ রুদ্রনীলকে ‘নীল গিরগিটি’ বলে কটাক্ষ করলেন কামারহাটির বিধায়ক৷

আরও পড়ুন- মৃত্যুহীন বঙ্গে সংক্রমণ আরও কম, সুস্থতা প্রায় ৯৯%

বুধবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মদন মিত্র৷ সেখানে লাইনে দাঁড়িয়ে ডাক্তার দেখান৷ চিকিৎসক প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দেওয়ার পাশাপাশি বেশ কিছু পরীক্ষা করানোর কথাও বলেন৷ হাসপাতালের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন কামারহাটির বিধায়ক৷ তৃণমূলের দাপুটে নেতা হয়েও সর্বসাধারণের সঙ্গে লাইন দিয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করার বিষয়টি নেট মাধ্যমে বেশ প্রশংসিত হয়৷ হাসপাতালেও মদন ধরা দিয়েছিলেন নিজের মেজাজে৷ গায়ে ছিল সাদা প্রিন্টেড জামা৷ চোখে কালো চশমা৷ 

হাসপাতাল থেকে বেরিয়েই ফেসবুক লাইভে এসে গান শোনান কামারহাটির বিধায়ক৷ গানের ছত্রে ছত্রে তিনি বেঁধেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে৷ তাঁকে ‘নীল গিরগিটি’ বলে কটাক্ষ করে মদন বলেন,  “নীল গিরগিটি ডাকছে আবার কুটুর কুটুর করে/অন্ধকারে গিরিগিটিটা ডাকছে আবার ঘরে/ আহা কুটুর কুটুর করে৷ প্রসঙ্গত, ইন্দ্রনীল ভোটের আগে রং বদল করে সবুজ থেকে গেরুয়া হন৷ তার পর থেকেই তৃণমূলকে ক্রমাগত নিশানা করেছেন তিনি৷ এর আগেও তিনি কবিতা লিখে আক্রমণ শানিয়েছিলেন শাসক শিবিরকে৷ তবে, পাল্টা ঢিল খেতে হয়েছে তাঁকেও৷ ভোটে বিজেপি’র টিকিটে ভোটে লড়লেও, জয়ী হতে পারেননি৷ 

মদন গানে গানে আরও বলেছেন, কেউ তো চুলকে দেওয়ার ভোটেই গেছে বোঝা/ কেউ তো নেই অন্ধকারে কুটুর দারুণ সোজা/পলিটিক্সের পোশাক যখন খুশি খোলো বামপন্থার নাম করে তো অনেক কিছু তোলো/ চিটিংবাজির পলিটিক্সেও অনেকদিন হল/ কুটুর অনেকদিন হল/ পথে এবার নামো সাথী মানুষের কাজ করো/ আয়নাটাকে হাতে নিয়ে নিজের মুখে ধরো/ একটা সময় তেল দিয়েছো, গ্যাস দিয়েছো তুমি/ লক্ষ টাকার চাকরি পেয়ে চরণ দিতে চুমি/ দু’নৌকোয় পা রেখেছো দুটোই যাবে ডুবে/ সূর্য তখন পশ্চিমে নয়, পূবেই যাবে ডুবে/ ফেসবুকেতে ফেস দেখিয়ে কামাচ্ছো তো বেশ/ যা তা বলেও পার পেয়ে যাও, জানো কেউ দেবে না কেস/ গিরিগিটিকেও হার মানাবে রং বদলের মাস্টার/ আগে থেকে করিয়ে রাখো হাতে পায়ে প্লাস্টার।”
মদন গান গাইতেই তা ভাইরাল৷ এবার জবাবে রুদ্রনীল কী বলেন, তা দেখার অপেক্ষায় নেট দুনিয়া৷