কলকাতা: বগটুই-কাণ্ডে সিবিআই-এর দালে আরও এক৷ ধৃত ব্যক্তির নাম রিটন শেখ৷ সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। বৃহস্পতিবারই রিটনকে তোলা হবে আদালতে। বগটুই-কাণ্ডে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে রিটনের নাম৷ এর পরেই তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন- বগটুই কাণ্ডে CBI-এর জালে আরও এক, ধৃতদের জেরায় মিলল খোঁজ
সম্প্রতি বগটুই-কাণ্ডে সমীর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিবিআই৷ তাকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী অফিসাররা। তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ার পরেই সমীরকে গ্রেফতার করে সিবিআই। এর আগে মুম্বই থেকে ধরা পড়ে এই ঘটনার মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ-সহ চার জন৷ তাদের গ্রেফতার করার পর শুরু হয় জিজ্ঞাসাবাদ৷ জেরা করেই রিটন সম্পর্কে তথ্য মেলে বলে৷ সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করল সিবিআই৷
জানা গিয়েছে রিটন পেশায় টোটো চালক৷ বগটুইয়ে পেট্রোল নিয়ে গিয়েছিল সে। দাবি, বগটুই- হত্যাকাণ্ডের পিছনে তাঁরও হাত রয়েছে। ধৃতদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বয়ানেও রিটনের নাম উঠে আসে। তাছাড়া পেট্রোল পাম্পের সিসিটিভিতেও তাঁর ছবি ধরা পড়েছে। এই নিয়ে বগটুই-কাণ্ডে মোট ছ’জনকে গ্রেফতার করল সিবিআই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>