কৃষ্ণনগর: হাঁসখালি ধর্ষণকাণ্ডে নতুন করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। করতে দেওয়া হচ্ছে না শ্রাদ্ধের কাজ। কোনও ব্রাহ্মণ মৃত নাবালিকার বাড়ি আসতে চাইছেন না বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্তদের তরফ থেকে। যাতে কোনও ব্রাহ্মণ বাড়িতে না আসে। হিন্দু শাস্ত্রে নিয়ম অনুযায়ী, দশ দিন অতিক্রান্ত হলে বাড়িতে ব্রাহ্মণ ডেকে ক্রিয়াকার্য সম্পন্ন করতে হয়। কিন্তু কোনও ব্রাহ্মণ নিহত নাবালিকার বাড়িমুখো না হতে চাওয়ায় এদিন হচ্ছে না শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান৷
গত ৫ এপ্রিল ভোর রাতে হাঁসখালিতে গণধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং তীব্র যন্ত্রণায় মৃত্যু হয় ওই নাবালিকার, অভিযোগ পরিবারের। দশ দিন অতিক্রান্ত হতে চলল নাবালিকার মৃত্যু। শাস্ত্রীয় নিয়ম মতে, আজ পুরোহিত ডেকে শ্রাদ্ধের কাজ করার কথা ছিল। কিন্তু পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ। কোনও ব্রাহ্মণ তাদের বাড়ি আসতে রাজি হচ্ছে না। ব্রাহ্মণদের একটাই, কথা ওই বাড়ি যাবেন না তাঁরা।
পরিবারের দাবি, অভিযুক্তদের তরফে ব্রাহ্মণদের হুমকি দেওয়া হয়েছে। নিহত নাবালিকার বাবার প্রশ্ন, ‘‘তা না হলে কেন কোনও ব্রাহ্মণ শ্রাদ্ধের কাজ করতে আসবে না?’’ অভিযোগ উঠছে, ধর্ষণের পর জোর করে নাবালিকার দেহ পুড়িয়েও শান্তি হয়নি৷ এখন সৎ কাজ করতেও বাধা দেওয়া হচ্ছে৷ প্রশাসনের তরফে কেন উদ্যোগ নিয়ে তার সৎ কাজ সম্পন্ন করা হচ্ছে না, উঠেছে সেই প্রশ্নও৷ যদিও এবিষয়ে এখনও জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।