কলকাতা: একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে এলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷
আরও পড়ুন- রত্নার বাড়িতে বিশাল বিক্ষোভ, বেহালার গুলিকাণ্ডে তৃণমূল যুবনেতার ওপর ‘কোপ’
এদিকে মঙ্গলবারই অনুব্রতর জন্য গঠন করা হয়েছে পৃথক মেডিক্যাল বোর্ড৷ ইতিমধ্যেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন বোর্ডের চিকিৎসকরা৷ হাসপাতাল সূত্রে খবর, অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে তাঁর৷ সেই চিকিৎসা শুরু হয়েছে৷ তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এখনই অস্ত্রপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ একই মধ্যে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে এসএসকেএম-এ আসেন শতাব্দী৷ সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে৷ সেখানেই ভর্তি রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা৷
দলীয় সূত্রে খবর, জেলার রাজনীতিতে অনুব্রতের সঙ্গে খুব শতাব্দীর সম্পর্ক তেমন ‘মধুর’ নয়৷ বিধানসভা ভোটের আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন বীরভূমের সাংসদ৷ নেটমাধ্যমে সরাসরি ক্ষোভের কথা জানিয়েছিলেন। শতাব্দীর অভিযোগ ছিল, তাঁকে ‘কাজ’ করতে দেওয়া হচ্ছে না। নাম না করে দুষেছিলেন জেলা নেতৃত্বকেই৷ আর বীরভূমে দলের কর্মকাণ্ড চলে অনুব্রতর অঙ্গুলি হেলনে। যদিও বিধানসভা ভোটের পর জেলা কমিটির বৈঠকে একই মঞ্চে দেখা গিয়েছিল শতাব্দী ও অনুব্রত মণ্ডলকে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>