আত্মপ্রকাশ ঘটল অভিষেকের ফুটবল ক্লাবের, ‘রাজনীতি’ না করার বার্তা

আত্মপ্রকাশ ঘটল অভিষেকের ফুটবল ক্লাবের, ‘রাজনীতি’ না করার বার্তা

কলকাতা: ঘোষণা অনেক আগেই করেছিলেন, সেই মতো এদিন বাংলা নববর্ষে আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব ‘ডায়মন্ড হারবার এফ সি’। আজ এই নতুন ক্লাব ‘ডিএইচএফসি’র লোগো উদ্বোধন হয়ে গেল। আজকের এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক ‘রাজনীতি’ না করার বার্তা দিলেন।

আরও পড়ুন- অখণ্ড ভারত নিয়ে বড় ঘোষণা ভাগবতের! বাধা পেলে গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার

এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না কেন ক্লাবের দরজা সকলের জন্য খোলা। কেউ যেন ফুটবল নিয়ে রাজনীতি না করে। কেউ কোনও দলের সমর্থক হোন বা না হোন, রাজনীতি করুন বা না করুন, ফুটবলের পাশে থাকুন, এমনই বার্তা দেন তিনি। অভিষেক মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলেছিলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। আজ সেই সুরেই অভিষেক বলেন, ‘রাজনীতি যার যার, ফুটবল সবার’। পাশাপাশি তিনি এও বলেন, জাতি, ধর্ম, বর্ণ সব সরিয়ে রেখে সকলে যাতে এই ক্লাবের সঙ্গে সহযোগিতা করে এই আশা রাখেন তিনি। একই সঙ্গে অভিষেক এও জানিয়ে দেন, প্রথম বছরেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

তবে শুধু প্রথম ডিভিশন নয়, আগামী দু’একবছরে মধ্যে প্রিমিয়ার ডিভিশন খেলা এবং পরবর্তী সময়ে আইএসএল খেলাও লক্ষ্য এই ‘ডায়মন্ড হারবার এফ সি’র। অভিষেক মনে করেন, গ্রাম বাংলায় যা প্রতিভা রয়েছে তা দেখানোর সুযোগ কম আসে। সেই একটা সুযোগ দিতেই এই উদ্যোগ তিনি নিয়েছেন। তাঁর কথায়, এমপি কাপের পর দেশের বিভিন্ন জায়গায় এমএলএ কাপ, এমপি কাপ খেলা হচ্ছে। বাংলার পর দেশ ভাবছে এইসব। সেই লক্ষ্যেই আরও এগোতে এই ক্লাবের সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =