‘বিচ্ছিন্ন নয় হাঁসখালির ঘটনা, সরকার স্পনসর্ড করছে’, বিস্ফোরক দাবি মীনাক্ষীর

‘বিচ্ছিন্ন নয় হাঁসখালির ঘটনা, সরকার স্পনসর্ড করছে’, বিস্ফোরক দাবি মীনাক্ষীর

706f4dadaf2cfea6c6012cffbc5e9fb0

 

কলকাতা: ‘হাঁসখালির ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ এরকম ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। সরকার স্পনসর্ড এই সমস্ত ঘটনা। তার কারণ সরকার এই অন্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করছে।’ বুনিয়াদপুরে সিপিআইএমের যুব সংগঠনের মিটিংয়ে যোগ দিতে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়৷

রজ্যের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বলেন, বালিগঞ্জ বিধানসভায় বামেদের ভাল ফলাফল যে বাড়তি অক্সিজেন জোগাবে সে বিষয়েও তিনি যথেষ্ট আশাবাদী। সাধারণ মানুষ বামপন্থীদের লড়াই আন্দোলনে ভরসা রাখছে এবং তারই ফলস্বরূপ জনসমর্থন বাড়ছে বামেদের।

দীর্ঘ প্রায় ২৭ বছর পর পশ্চিমবঙ্গে যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠান হবে এরাজ্যে৷ আর তাকে ঘিরেই প্রস্তুতি চলছে জেলায় জেলায়৷ এদিন বুনিয়াদপুর সিপিএম পার্টি অফিসে অনুষ্ঠিত হলো DYFI এর কর্মী সভা। মূলত মালদা ,উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার যুবদেরকে নিয়েই এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। আগামী ১২ থেকে ১৫ মে ১১তম কলকাতা সল্টলেকে স্টেডিয়াম প্রাঙ্গণে সমস্ত DYFI  কর্মীদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

আর তারই প্রস্তুতি হিসাবে বুনিয়াদপুরে সিপিএম পার্টি অফিসে যুবদেরকে নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিল রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, হাওড়া জেলা সম্পাদক সরোজ দাস, দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক শুভজিৎ দাস এবং সভাপতি সমীরণ সাহা সহ আরও অনেকে। মূলত কর্মিসভা পতাকা উত্তোলন এবং শহিদ বেদীতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *