কলকাতা: কিছুদিন আগেই বেহালায় মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে। দুই পক্ষের সংঘর্ষ তো বটেই গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছিল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা বলে জানা গিয়েছে। তাতে শাসক শিবিরের মধ্যে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে। এবার বেহালার মতোই একই রকম ঘটনার সাক্ষী থাকল লেক গার্ডেনস অঞ্চল। খোদ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছে সিন্ডিকেটের দৌরাত্ম্য।
আরও পড়ুন- ‘ধর্ষণ করেছে তৃণমূল নেতার ভাগ্নে, ছেলে ফেঁসে গিয়েছে’ হাঁসখালি কাণ্ডে ফাঁস বিস্ফোরক অডিয়ো
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের বাড়ির কাছে দুই পক্ষের মধ্যে বিরাট সংঘর্ষ হয়। ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় পরস্পর গোষ্ঠীকে। এই ঘটনায় ৮ জন গুরুতর ভাবে আহত হয়েছে বলে খবর। তাদের নিকটবর্তী এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলেই জানান হয়েছে। পরিস্থিতি এমন ছিল যে, খোদ সাংসদ সৌগত রায়কে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়। তিনি পর সংবাদ মাধ্যমে জানান, বিশাল চ্যাঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং পরিস্থিতি বুঝেই পুলিশকে ফোন করেন তিনি। বিশাল পুলিশবাহিনী আসায় এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হয়। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
চড়কমেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালা পূর্ব বিধানসভার চড়কতলা এলাকা। ইট ছোড়া থেকে শুরু করে গুলি চালানোর মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। এছাড়াও দফায় দফায় সংঘর্ষের কারণে দোকান-পাট ভাঙচুর পর্যন্ত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, বিধায়ক রত্না চট্টোপাধ্যায়ের বাড়িতে গোটা ঘটনা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের একদল মহিলা কর্মী। পরে তৃণমূল যুবনেতাকে সাসপেন্ড করে দল।