বোলপুর: জট কোনও ভাবেই কাটানো যাচ্ছে না ডেউচা-পাচামি নিয়ে। রাজ্য সরকার ডেউচা-পাচামি নিয়ে অনেক আগেই বড় ঘোষণা করেছিল। জমিদাতাদের ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। বেশ কয়েকটি পরিবার ক্ষতিপুরণ এবং চাকরি খাতায় কলমে পেলেও নিয়োগ পত্র এখনও হাতে পাননি। আর এই নিয়েই ক্ষোভ দিন দিন বাড়ছে আদিবাসীদের মধ্যে। তারা মনে করছে, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করবে না। এই নিয়ে অশান্তি বাড়তে শুরু করেছে সেখানে। আদিবাসীদের এখন একটাই প্রশ্ন, চাকরি কবে হবে?
আরও পড়ুন: খনি প্রকল্পের বিরোধিতা করে রণংদেহী আদিবাসীরা, উত্তপ্ত ডেউচা-পাচামি
রাজ্য সরকার আদিবাসীদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করার পরে সিনিয়ার এবং জুনিয়র কনস্টেবল পদে নতুন পদ তৈরি করেছে। কিন্তু ডেউচা-পাচামির কেউ সেই চাকরি এখনও পাননি। জমিদাতাদের একাংশ ইতিমধ্যেই বীরভূমের জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল কিন্তু সেখান থেকে কোনও রকম সদুত্তর মেলেনি। এখন তাই এই ইস্যু সামনে রেখে নতুন করে বিক্ষোভের পরিবেশ তৈরি হচ্ছে ডেউচা-পাচামিতে। এরই মাঝে গতকাল প্রবল উত্তাপ সৃষ্টি হয় সেখানে। সরকারি পাট্টা ও চেক বিতরণ করে জমি অধিগ্রহণের জন্য গ্রামে গিয়ে বাসিন্দাদের প্রবল বিক্ষোভের মুখে পিছু হঠতে হয় বীরভূমের জেলাশাসক, জেলা পুলিশ সুপার-সহ প্রশাসনের আধিকারিকদের। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেন, এখানে খনি প্রকল্প হবে না।
আসলে প্রকল্পের জন্য জমি দিতে নারাজ আদিবাসীদের একটা বড় অংশ। তারা মনে করছে যে, সরকার যে কথা বলে জমি নিচ্ছে সেই কথা কোনও দিন রাখা হবে না। এক কথায় অনিশ্চয়তায় ভুগছে তারা। তাই জমি দিতে তারা নারাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্যাকেজ ঘোষণা করলেও, আদিবাসীদের একটা বড় অংশ নিজেদের সিদ্ধান্তেই অনড় হয়ে আছে।