কলকাতা: আজ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্প নিয়ে বার্তা দেওয়ার সময়ে পরোক্ষে কেন্দ্রীয় সরকারকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সরকার বহু দিন ধরেই বলে আসছে যে বিজেপি সরকার কেন্দ্রীয় সংস্থা গুলিকে কাজে লাগাচ্ছে বিরোধীদের চাপে রাখতে। এদিকে রাজ্যপালের ভূমিকা নিয়েও তাদের অভিযোগ কিছু কম নয়। তাই আজ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যপালের উদ্দেশে কথা বলতে গিয়ে বলেন, বাংলায় বিনিয়োগকারীদের পিছনে যাতে কোনও এজেন্সি না পড়ে, দয়া করে দেখবেন। এই মন্তব্যেই এখন ঝড় উঠেছে। মমতার তীব্র সমালোচনা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- মাঠ থেকে উদ্ধার মহিলার নগ্ন নিথর শরীর, ধর্ষণ করে খুন? তপ্ত পিংলা
এদিন এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, বাণিজ্য সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এই ধরণের মন্তব্য করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কেন হঠাৎ মুখ্যমন্ত্রী এই কথা বললেন তা তাঁর জানা নেই। তবে কটাক্ষ করে সুকান্ত বলেছেন, দুর্নীতিগ্রস্থ দলের নেতা থেকে শুরু করে নিজের আত্মীয়দের হয়তো তিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত থেকে আড়াল করতে চাইছেন। তাই ভরা বাণিজ্য সভায় এই মন্তব্য করতে তিনি কুণ্ঠা বোধ করেননি। আসলে মমতা এদিন নিজের ভাষণের সময়ে রাজ্যপালের উদ্দেশে বলেন, বাংলায় বাণিজ্য করতে গিয়ে যাতে শিল্পপতিদের যেন কোনও অসুবিধা না হয়৷ এই বিষয়ে কেন্দ্রের সহযোগিতা কাম্য। কেন্দ্র যেন কোনও এজেন্সি দিয়ে বিরক্ত না করে, এই ব্যাপারটা তাঁকে দেখতে হবে।
এদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিপুল প্রশংসা করেছেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা এগোচ্ছে। তিনি আশা করছেন এই বাণিজ্য সম্মেলন আগামীদিনে উন্নয়নের পথ দেখাবে। প্রধানমন্ত্রী মোদীর লুক ইস্ট নীতি মেনে এগিয়ে চলবে পশ্চিম বাংলা, এটাই তিনি মনে করেন। তিনি আরও বলেন, বাংলা পূর্ব ভারতের ইকনমিক হাব। মানব সম্পদেও এগিয়ে রয়েছে বাংলা৷ বাংলা ঐতিহ্য এবং সংস্কৃতির কেন্দ্রও বটে। বাংলা বুদ্ধি ও শিক্ষার পীঠস্থান।