‘প্রীতিলতা জোয়ারদার’! মুখ্যমন্ত্রীর ‘ভুল’ ধরিয়ে বিঁধলেন শুভেন্দু

‘প্রীতিলতা জোয়ারদার’! মুখ্যমন্ত্রীর ‘ভুল’ ধরিয়ে বিঁধলেন শুভেন্দু

কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভুল’ ধরিয়ে তীব্র খোঁচা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর৷ বাণিজ্য সম্মেলনের মঞ্চে স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের পদবী বলতে গিয়ে হোঁচট খান তিনি৷ ওয়াদ্দেদারের বদলে তাঁকে প্রীতিলতা জোয়ারদার বলে সন্বোধন করে বসেন৷ মুখ্যমন্ত্রীর বক্তব্যের ওই অংশটুকুর ভিডিয়ো টুইট করে তুলোধোনা করেন তিনি৷ সেই সঙ্গে টুইটটি গৌতম আদানি থেকে শুরু করে  সঞ্জীব গোয়েঙ্কার আরপিএস গ্রুপ, সঞ্জীব মেহতার এইচইউএল, টাটা স্টিল, রিশদ প্রেমজি, সঞ্জীব পুরীর আইটিসি কর্পোরেশনকে ট্যাগ করেন বিরোধী দলনেতা৷ 

আরও পড়ুন –সাবধান! ‘বিদ্যুতের বিল’ মেটানো নিয়ে প্রতারণার অভিযোগ

টুইটে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ‘‘এটা ওঁর কাছে স্বাভাবিক। তিনি ইচ্ছামত ঐতিহাসিক ঘটনাকে বিকৃত করেন৷ সম্প্রতি এক বক্তৃতায় বিশদভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন,  কীভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (যিনি ১৯৪১ সালে মারা গিয়েছেন) ১৯৪৮ সালে মহাত্মা গান্ধীকে তাঁর অনশন ভাঙতে রাজি করিয়েছিলেন। তাই এখন থেকে জেনে রাখুন, কার কাছে ইতিহাসের পাঠ নিতে যাবেন না।’

প্রসঙ্গত,  বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে গুজরাতি শিল্পপতি গৌতম আদানির বক্তব্যে উঠে এসেছিল বাংলার সংস্কৃতির প্রসঙ্গ৷ নিজের বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করেছিল। পাশাপাশি বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরেন৷ সেই প্রসঙ্গেই আদানির মুখে শোনা যায় কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সুহাসিনী গঙ্গোপাধ্যায়, বীণা দাস, কমলা দাশগুপ্ত, সুচেতা কৃপালনি, মাতঙ্গিনী হাজরা, সরোজিনী নাইডুদের নাম। পরে আদানির কথার রেশ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতাতে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে গিয়ে পদবী ভুলে করে বসেব৷ যা নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা৷