৪৮ ঘণ্টায় সাড়ে তিনলক্ষ কোটি টাকার বিনিয়োগ! জানালেন মুখ্যমন্ত্রী

৪৮ ঘণ্টায় সাড়ে তিনলক্ষ কোটি টাকার বিনিয়োগ! জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আজ শেষ দিন। আর এই শেষ দিনে উন্নয়নের বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু’দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে, এই কথাও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে।

আরও পড়ুন –সাবধান! ‘বিদ্যুতের বিল’ মেটানো নিয়ে প্রতারণার অভিযোগ

এই সম্মেলনে কোন ক্ষেত্রে কী হয়েছে তারও একটা আভাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এই বাণিজ্য সম্মেলনে ১৩৭ টি মউ সাক্ষরিত হয়েছে এবং ৩ লক্ষ ৪২ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। একই সঙ্গে তিনি অবগত করেন যে, সম্মেলনে ৪০ লক্ষ চাকরির প্রস্তাবও এসেছে। এই তথ্য দিয়েই মমতা ঘোষণা করেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সফল হয়েছে। গতকালই বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে, গত পাঁচ বছরের বাণিজ্য সম্মেলন থেকে কত-কী বাস্তবায়িত হয়েছে। আজ মমতা সেই তথ্যও দিয়ে বলেন, গত পাঁচ বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে। মমতা সাফ জানিয়ে দেন, শিল্পই তাঁর লক্ষ্য। বাংলাই এখন শিল্পের গন্তব্য, উবাচ মুখ্যমন্ত্রীর।

এদিনের সম্মেলনে মমতা আরও জানান, অন্ডাল এবং বাগডোগরায় আন্তর্জাতিক বিমান বন্দর হবে। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে অনেকগুলি রফতানি কেন্দ্র তৈরি হবে। যাতে দ্রুত বাংলার উৎপাদন বিদেশে পৌঁছে দেওয়া যায়। বাংলায় রফতানি হাব তৈরি করার কথা বললেন তিনি। মমতা আত্মবিশ্বাসের সঙ্গে এও বলেন, ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যেতে হবে যে অন্য রাজ্যগুলি আমাদের ছুঁতেও না পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 5 =