কলকাতা: দিল্লি জাহাঙ্গিরপুরীর অশান্তির সঙ্গে নাম জড়িয়েছে বাংলার। সেই ঘটনায় ইতিমধ্যে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল অভিযুক্ত মহম্মদ আনসার বাংলার হলদিয়ার বাসিন্দা। তবে এর থেকে চাঞ্চল্যকর এক তথ্য সামনে আসছে। হলদিয়া পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে তাঁর পরিচিতি রয়েছে এমন দাবি উঠতে শুরু করেছে। কারণ তাঁর সঙ্গে আনসারের এক ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। কাউন্সিলরের কাঁধে হাত দিতে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড়।
আরও পড়ুন-রাজ্যের কাছে পাঁচটি ধর্ষণ মামলার রিপোর্ট ও কেস ডায়েরি তলব করল হাই কোর্ট
বেশ কয়েকটি প্রশ্ন স্বাভাবিক ভাবেই উঠে আসছে এই ছবি দেখে। তার মধ্যে যেটা মূল প্রশ্ন তা হল, দিল্লি হিংসার মাস্টারমাইন্ড আনসারকে তৃণমূল কাউন্সিলর চেনেন কিনা। জানা গিয়েছে, আনসারকে চেনার বিষয়টি তিনি খোদ স্বীকার করেছেন। পাশাপাশি এও বলেছেন যে, আগে তিনি ওকে চিনতেন এবং সেই প্রেক্ষিতেই ছবি। অনেকেই ছবি তোলে, তাতে কোনও সমস্যা থাকতে পারে না। এমনই মত ঘাসফুলের এই কাউন্সিলরের। তিনি প্রশ্ন তোলেন, অনেক নেতাদের সঙ্গে অনেকেই বসে আড্ডা দেন, ছবি তোলেন, তাতে অসুবিধা কোথায়? যদিও এই ছবি যে অনেক পুরোনো সেটাও দাবি করেছেন কাউন্সিলর। তবে এই ছবির সত্যতা প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গে হলদিয়ার রাজনীতির সঙ্গে আনসারও জড়িয়ে পড়ল সরাসরি।
দিল্লিতে থাকলেও লকডাউনের সময় হলদিয়াতেই ছিলেন আনসার৷ অভিযোগ, দিল্লিতে বাংলাদেশি নাগরিকদের নিয়ে এসেছিলেন তিনিই৷ ঘটনার তদন্তে বাংলায় আসার প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ৷ দিল্লির অশান্তিতে এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে দুই নাবালক৷ এই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসাবে উঠে এসেছে সোনুর নাম৷ যার একটি ভিডিয়ো ভাইরাল হয়৷ যেখানে নীল রংয়ের একটি শার্ট পরে গুলি চালাতে দেখা যায় তাকে৷