কলকাতা: বিধানসভা নির্বাচনে হারের পর থেকে বাংলায় বিজেপির অবস্থা আরও শোচনীয় হয়েছে। এমন একটিও নির্বাচন নেই যেটাতে তারা পরাজিত হয়নি। সাম্প্রতিক সময়ে বিজেপির ভোটের হারও অনেকটা নেমে গিয়েছে। এই সব তথ্য তুলেই বিক্ষোভ বাড়ছে দলের অন্দরে। জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। এরই মাঝে দলের অস্বস্তি আরও বৃদ্ধি করলেন নেতা অনুপম হাজরা। দলীয় নেতাদের বিরুদ্ধে সরব হলেন তিনি।
আরও পড়ুন- বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, ঘেরাও
এদিন একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি যাতে সরাসরি না হলেও পরোক্ষে দলীয় নেতৃত্বকেই আক্রমণ করেছেন তিনি। পোস্টে লেখা, ”আত্ম অহংকার ছাড়ো..আত্ম বিশ্লেষণ করো!!!…পুরনো মানুষগুলো ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে!!…”মিলে মিশে করি কাজ হারি-জিতি নাহি লাজ”। বিজেপি মধ্যে এখন আদি-নব্য দ্বন্দ্ব দেখা দিয়েছে যা প্রকাশ্যেই চলেছে। বিজেপির দুই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও তথাগত রায়ের মধ্যেও বাদানুবাদ তুঙ্গে। এমন অবস্থায় অনুপম হাজরার এই পোস্ট যে আগুনে ঘি ঢালবে তা বলাই বাহুল্য। সম্প্রতি আবার দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের মধ্যেও একটা বোঝাপড়ার অভাব দেখা দিয়েছে। সেই প্রেক্ষিতে অনুপমের পোস্ট যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
আসলে আদি বিজেপি যারা আছেন তাদের বক্তব্য, অযোগ্য রাজ্য নেতৃত্বের জন্য এই পরিস্থিতি। তারা কেউ দলের কাজ ঠিক ভাবে করতে পারছেন না। এই কারণেই দল ডুবছে। এমনকি তাদের ক্ষোভ রাজ্য সভাপতিকে নিয়েও। তারা বলছেন, তিনিও কাজ করতে পারছেন না। পরবর্তী সময়ে আরও বড় বিক্ষোভের ভাবনা রয়েছে বলে তারা হুঁশিয়ারিও দিয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে তাদের নিশানায় যে নব্য-বিজেপি নেতারা রয়েছে তা ভালোই বোঝা যাচ্ছে।