জার্মান: আফগানিস্তানের তালিবানি শাসনের জন্য দেশের মাটিতে জন্ম নিতে পারল না এক শিশুকন্যা৷ তালিবানের শাসন থেকে মুক্তি পেতে দেশ ছেড়ে পালাতকদের তালিকায় ছিলেন শিশুটির মা। মার্কিন সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে দেশ ছেড়ে পালানোর সময়ই প্রসববেদনা শুরু হয় ওই মহিলার। উড়োজাহাজটি জার্মানির বিমানঘাঁটিতে অবতরণের পর জন্ম নেয় এক আফগান শিশুকন্যা। উড়োজাহাজটির কোড নম্বরের সঙ্গে মিলিয়ে আফগানিস্তানের বাইরে জন্ম নেওয়া কন্যাশিশুটির নাম রাখা হয়েছে ‘রিচ’।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন সেনার আধিকারিকরা। আমেরিকার ইউরোপীয় কম্যান্ডের প্রধান জেনারেল টড ওলটার্স বলেন, বিমানটির কোড নম্বর ছিল রিচ ৮২৮। এই কোড নম্বরের আদলেই শিশুটির নাম রাখার সিদ্ধান্ত নেন তার মা-বাবা। ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান টড ওলটার্স আরও জানান, রিচ এখন একদম সুস্থ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মা–বাবার সঙ্গে তাকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়েছে৷ এ ছাড়া জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে নামার পর আরও দুই শিশুর জন্ম হয় বলে জানান টড ওলটার্স।