অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত! এবার কী

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত! এবার কী

কলকাতা: একাধিক সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, শ্বাসকষ্টের সমস্যা থেকে শুরু করে অণ্ডকোষের সংক্রমণ, একাধিক জটিল রোগ হয়েছে তাঁর। তবে ভর্তি হওয়ার ১৭ দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পঞ্চমবারের জন্য গরুপাচার কাণ্ডে সিবিআই তাঁকে তলব করেছিল, কিন্তু কলকাতায় আসার পরেও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে যাননি, ভর্তি হয়েছিলেন এসএসকেএমে। তবে এখন তিনি ছাড়া পাওয়ার পর কী হবে সেটাই প্রশ্ন।

আরও পড়ুন- হাঁসখালি ধর্ষণকাণ্ডের তদন্তে সিবিআই, ‘ফাঁসি হোক’, চাইছে পরিবার!

জানা গিয়েছে, এই মুহূর্তে তিনি কোনও ভাবেই নিজাম প্যালেসে যাচ্ছেন না। আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এরপর আবার তাঁকে হাসপাতালে আসতে হবে পরীক্ষার জন্য, যদিও তা চার সপ্তাহ পর। এর পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে কিছু সমস্যা তাঁর ধরা পড়েছে। তার মধ্যে আছে দু’টি করোনারি আর্টারিতে ব্লকেজ, ক্লস্টোফোবিয়া। একটি আর্টারিতে আবার ৭০ শতাংশ ব্লকেজ! তবে আপাতত সব দিক খতিয়ে দেখে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে তাঁকে। দু’দিন আগেই তৃণমূল নেতাকে এসএসকেএম হাসপাতালের অ্যানেক্স রামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুকের চাপ এবং ব্যথা কমছিল না তাঁর। তাই পরীক্ষার দরকার ছিল। এই রোগ ছাড়াও তাঁর উচ্চ রক্তচাপ, স্লিপ অ্যাপনিয়া, হাই সুগার, প্রেসার সহ একাধিক রোগ রয়েছে বলেই জানান হয়েছে।

তবে অনুব্রত মণ্ডল ছাড়া পেয়েছেন এটা জানার পর সিবিআই কী করবে তা নিয়ে কৌতূহল আছে। কারণ এত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও অনুব্রতকে ঠিক ‘ভরসা’ করছিল না সিবিআইয়ের গোয়েন্দারা। হাসপাতালের তরফে যে মেডিক্যাল রিপোর্ট তাদের পাঠানো হয়েছিল তাতে খুশি হয়নি সিবিআই। এখন দেখা যাক তাঁকে নতুন করে তলব করা হয় কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =