কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ৷ ভোটে জিততে না পারলেও, অন্যান্য তারকাদের মতো রাজনীতি থেকে তিনি দূরে সড়ে যাননি৷ বরং মাঝে মধ্যেই কবিতা, প্যারোডিতে আক্রমণ শানান শাসক শিবিরের বিরুদ্ধে৷ তাঁর সাম্প্রতিক সংযোজন ছিল ‘অনুমাধব’৷ সেখানে বীরভূমের দাপুটে তৃণমূল নেতার বারবার এসএসকেএম-এ ভর্তি হওয়া নিয়ে ব্যঙ্গ করেছিলেন রুদ্র৷ এই লড়াই নিয়ে যখন শোরগোল বেঁধেছে, তখন ফেসবুকে বিশেষ বার্তা দিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য৷ রুদ্রনীলকে খোলা চ্যালেঞ্জ জানালেন তিনি৷
আরও পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই তলব! আজ বিকেলের মধ্যেই হাজিরার নির্দেশ অনুব্রতকে
এদিন বিজেপি নেতাকে নিশানা করে দেবাংশু লেখেন, “কিছু কিছু ইন্টারভিউতে রুদ্রনীল ঘোষ দাবি করেছেন তাঁর কবিতায় তোলা প্রশ্নগুলির উত্তর আমার কাছে নেই। তাই আমি তার দল বদলের বিষয়টিকে হাইলাইট করছি! বেশ! প্রমাণ হয়ে যাক তবে? যে কোনও সংবাদ মাধ্যমে প্রকাশ্য ডিবেটের আমন্ত্রণ জানালাম আমার অন্যতম প্রিয় অভিনেতাকে। কার কাছে কী উত্তর আছে, কী নেই, তা জনসমক্ষে প্রমাণ হয়ে যাক! কী বলেন? প্রয়োজনে পুরো শো’টা লাইভ হোক!” দেবাংশুর প্রশ্ন, “রুদ্রদাদা, আপনি তৈরি তো? খেলা হোক তবে!”
এখানেই শেষ নয়৷ ইতিমধ্যেই অনুমাধবের পাল্টা ‘রুদ্রদাদা’ প্যারোডি তৈরি করেছেন দেবাংশু৷ যেখানে রুদ্রনীলের দলবদলের সিদ্ধান্তকে কটাক্ষ করা হয়েছে৷ চুপ থাকেননি রুদ্রও৷ তিনি পাল্টা তোপ দেগে বলেন, “পরিশ্রমের প্রয়োজন রয়েছে। আর একটু ভাষাগত দক্ষতার প্রয়োজন। যদি মন দিয়ে চেষ্টা করে, যদি শিল্প-কে মন দিয়ে বোঝার চেষ্টা করে তাহলে পারবে মনে হয়। তবে সময় লাগবে!” তাঁর কথায়, কবিতা দিয়ে পাল্টা আক্রমণের এই পথ ভালো৷ তবে আরও একটু চর্চার প্রয়োজন আছে৷ রুদ্র মনে করেন, কবিতায় তিনি যে সকল প্রশ্ন তুলেছেন তা এড়িয়ে যাওয়া হয়েছে৷
এই কবিতা যুদ্ধের পর এবার রুদ্রনীলকে একবারে সম্মুখ সমরে আহ্বান জানালেন তৃণমূলের তরুণ নেতা৷ এই পোস্ট ঘিরে দেবাংশুর সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গিয়েছে৷ অন্যদিকে, রুদ্রনীলের অনুগামীরা বলছেন, ‘‘আহ্বান জানালেই কি সাড়া দিতে হবে? এমন কোনও কথা নেই৷’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>