‘এবার তৃণমূলের নেতাদের সঙ্গে খেলা হবে’, ঝাড়গ্রামে উদ্ধার মাও পোস্টার

ঝাড়গ্রামের মানিকপাড়া স্টেশন ও বাজার এলাকায় উদ্ধার হওয়া মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

ঝাড়গ্রাম: ফের মাও পোস্টার পড়ল ঝাড়গ্রামে। তৃণমূলের খেলা হবে স্লোগানকে সামনে রেখেই হুমকি দেওয়া পোস্টার। তৃণমূল নেতাদের হুমকি দিয়ে এই পোস্টার পড়েছে। ঝাড়গ্রামের মানিকপাড়া স্টেশন ও বাজার এলাকায় উদ্ধার হওয়া মাওবাদী পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

পোস্টারে লেখা রয়েছে, ‘কিষানজী অমর রহে। এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে, এবার মাওবাদী খেলবে তৃণমূলের নেতাদের সঙ্গে।’ মাওবাদী পোস্টারের খবর পেতেই পুলিশের বাহিনী সেখানে উপস্থিত হয়। খুলে নিয়ে যায় মাওবাদীদের পোস্টার। মাওবাদীদের পোস্টারের খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। মানিকপাড়া এলাকা একসময় তৃণমূলের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। জ্ঞানেশ্বরী কাণ্ডও এই এলাকায় হয়েছিল। আবার সেখানে মাওবাদীরা সক্রিয় হয়ে উঠছে, তারই প্রমাণ পাওয়া গেল।

সম্প্রতি রাজ্যে মাওবাদীদের সক্রিয়তা বেড়ে গিয়েছে। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকাতে মাওবাদীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। একাধিক পোস্টার উদ্ধার করা হচ্ছে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে। যদিও গত কয়েকদিন ধরেই ঝাড়গ্রামে তৃণমূল নেতাদের হুমকি দিয়ে পোস্টার পড়তে শুরু করেছে। সতর্ক স্থানীয় প্রশাসন। তবে শাসক দলের নেতারা পুলিশের পরামর্শে সন্ধের পর থেকে বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। ঝাড়গ্রামের বেশিরভাগ পার্টি কার্যালয় বিকেলের পর থেকে বন্ধ থাকে। এই ঘটনার মধ্যে মানিকপাড়ায় ফের মাও পোস্টার পড়ায় স্থানীয় তৃণমূল নেতাদের আতঙ্কের পারদ যে এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই মাওবাদীরা বনধ ডেকেছিল। বাঁকুড়া ও ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে এই বনধের প্রভাব লক্ষ্য করা যায়। মাও আতঙ্কে বাঁকুড়ার রানিবাঁধের পাঁচ জন তৃণমূলের নেতা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছে। তার মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন। যদিও তাঁর ব্যক্তিগত একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। তারপরেও তিনি আতঙ্কে ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =