কলকাতা: শনিবার বিকেল সাড়ে পাঁচটার সময় অনুব্রত মণ্ডলকে সিবিআই দফতরের হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হয়। অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, সিবিআই দফতরে অনুব্রত মণ্ডল যাবেন কি না, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিকেল সাড়ে পাঁচটা বেজে গেলেও অনুব্রত মণ্ডল চিনার পার্কের আবাসনেই থাকেন। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার বিষয়ে কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, আগের থেকে তিনি ভালো রয়েছেন। তিনি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু তিনি আদৌ সিবিআই দফতরে হাজিরা দেবেন কি না, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। তাঁর কাছে এই বিষয়ে কোনও নির্দেশ নেই।
শুক্রবার রাতে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। তারপর তিনি চিনার পার্কের আবাসনেই আসেন। শনিবারই সিবিআই অনুব্রতকে ডেকে পাঠায়। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে হাজিরার নির্দেশ দেয়। গোরুপাচারের কাণ্ডে তলব করা হয়েছে। ভোটপরবর্তী সন্ত্রাস মামলায় সকাল ১১টার মধ্যে সিবিআইয়ের কাছে হাজির হতে হবে। নিঃসন্দেহে চাপে অনুব্রত মণ্ডল। ষষ্ঠবার অনুব্রত মণ্ডলকে সিবিআই গরুপাচার কাণ্ডে হাজিরার নোটিশ পাঠিয়েছেন। সিবিআইয়ের দুই প্রতিনিধি চিনারপার্কে অনুব্রত মণ্ডলের আবাসনে যান। অনুব্রত মণ্ডলের হাতে এই নোটিশ দিয়ে আসে।