কাঁথি পুরভোটে ছাপ্পা হয়েছে? সিসিটিভি ফুটেজ পরীক্ষার নির্দেশ আদালতের

কাঁথি পুরভোটে ছাপ্পা হয়েছে? সিসিটিভি ফুটেজ পরীক্ষার নির্দেশ আদালতের

কলকাতা: কাঁথি পুরভোটে ছাপ্পা ভোট হয়েছে কিনা খতিয়ে দেখার জন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিকে ১০ দিনের মধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। ফুটেজ পাঠাবার আগে কোন ফুটেজ কোন বুথের তা মার্ক করে দিতে হবে কমিশনকে।

আরও পড়ুন- গণতন্ত্র নিয়ে যে কথা বলছে তাঁর হাতেই রক্ত! মমতাকে নিশানা শুভেন্দুর

বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ এর নির্দেশ, বড় মাত্রার বুথ দখল রেগিং হয়েছে কিনা দেখবে সিএফএসএল। সে ক্ষেত্রে প্রয়োজনে সিএফএল অন্য কোনো নিরপেক্ষ সংস্থা সাহায্য নিতে পারে। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ৬ সপ্তাহের মধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষার কাজ শেষ করতে হবে সিএফএসএল’কে। এরপর তারা রাজ্য নির্বাচন কমিশনকে মুখ বন্ধ খামে বিষয়ে রিপোর্ট জমা দেবে। রাজ্য নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট আদালতের কাছে পেশ করতে হবে ১৩ জুনের মধ্যে।

প্রসঙ্গত, পুরসভার ভোটের দিন কাঁথিতে ছাপ্পা বুথ দখল ও অশান্তির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু। গত ১১ মার্চ ওই মামলার শুনানিতে সিসি ক্যামেরার ফরেনসিক পরীক্ষার প্রয়োজন বলে মত প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব। আগেই কাঁথি পুরসভার ভোটের গণনা স্থগিত করার জন্য আদালত আবেদন করেছিল বিজেপি। মামলার আবেদনকারী ছিলেন সৌমেন্দু অধিকারীই। তখন তা খারিজ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =