কলকাতা: যুব নেতাদের মধ্যে অনেকে জায়গা করে নিতে পারেন রাজ্য সম্পাদকমণ্ডলীতে। এমন আভাস ছিল কিন্তু তেমন কিছুই হল না। যুব সমাজের মুখ ছাড়াই গঠিত হল সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী। একাধিক নতুন মুখ যুক্ত হলেও যুব নেতাদের মধ্যে থেকে কেউই সুযোগ পেল না এই মণ্ডলীতে থাকার। তাই শেষ পর্যন্ত সব জল্পনা ভেস্তে গেল।
আরও পড়ুন- এগিয়ে এল গ্রীষ্মের ছুটি, দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী
আজ আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের নব নির্বাচিত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে বৈঠক বসেছিল। সেই বৈঠকেই এই সম্পাদকমণ্ডলী নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সেই অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তালিকা প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে যে, জল্পনা অনুযায়ী কেউই এই মণ্ডলীতে সুযোগ পাননি। অনেকেই ভাবছিলেন যে শতরূপ ঘোষ থেকে শুরু করে সৃজন ভট্টাচার্যরা সুযোগ পাবেন তালিকায়। কিন্তু তেমনটা হল না। নতুন কিছু মুখ সুযোগ পেলেও ‘ইয়ং ব্রিগেড’ ব্রাত্যই থেকে গেল।
সিপিএমের নতুন রাজ্য সম্পাদকমণ্ডলীতে যারা স্থান পেয়েছেন তারা হলেন, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, অমিয় পাত্র, সুজন চক্রবর্তী, আভাস রায় চৌধুরী, সুমিত দে, শমীক লাহিড়ী, দেবলীনা হেমব্রম, কল্লোল মজুমদার, অনাদি শাহু, পলাশ দাস, দেবব্রত ঘোষ, জীবেশ সরকার, জিয়াউল আলম। এর মধ্যে জীবেশ সরকার, দেবব্রত ঘোষ, দেবলীনা হেমব্রম ও জিয়াউল আলম রাজ্য সম্পাদকমণ্ডলীতে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। এবার দেখার আগামী নির্বাচন গুলিতে লাল বাহিনী কী ভাবে ঘুরে দাঁড়ায়, বা আদৌ দাঁড়াতে পারে কিনা।