‘বিলম্বিত বোধদয়’! অর্জুনকে নিয়ে জল্পনা উস্কে দিলেন কুণাল

‘বিলম্বিত বোধদয়’! অর্জুনকে নিয়ে জল্পনা উস্কে দিলেন কুণাল

356799e05cd19602490d2d48336cdee0

কলকাতা:  হঠাৎ করেই যেন বেসুরো অর্জুন সিং৷ পাট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছেন ব্যারাকপুরের সাংসদ৷ এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামার বার্তাও দিয়েছেন ভাটপাড়ার দাপুটে বিজেপি নেতা৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলের জল্পনা৷ অনেকেই মনে করছেন ফের শাসক শিবিরের ঘনিষ্ঠ হতে চাইছেন অর্জুন সিং৷ যদিও সে কথা মানতে নারাজ বিজেপি৷ তবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মন্তব্য, বিলম্বিত বোধদয় হয়েছে অর্জুনের৷ বৃহস্পতিবার রাজারহাট নারায়ণপুরে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে এমনই মন্তব্য করলেন তিনি৷ 

আরও পড়ুন- তপন দত্ত হত্যা মামলায় নিম্ন আদালতের রায় খারিজ, নতুন করে বিচার শুরু নির্দেশ হাইকোর্টের

এদিন ইফতারের অনুষ্ঠানে গিয়ে কুণাল বলেন, এক জন সাংসদ নিজের দলের দিকেই আঙুল তুলছেন৷ এর থেকে কী ইঙ্গিত মিলছে? তাঁর কথায়, ‘‘কোনও বিজেপি সাংসদ যখন বলেন, কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কাজ করছে না৷ বাংলার দাবি বুঝে নিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রয়োজন৷ তাহলেই বুঝে নিন বাংলার শত্রু কে৷’’ 

এদিন অবশ্য সরাসরি অর্জুন সিংয়ের নাম নেননি কুণাল৷ তাঁর কথায়, ‘‘আমি আলাদা ভাবে কোনও মন্তব্য করতে চাই না৷ কেউ লোকসভায় জিতেছিলেন৷ কিন্তু দেখা যাচ্ছে তাঁর লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়জয়কার৷ সেই কারণেই তৃণমূলের প্রতি আকর্ষণ বাড়ছে৷’’ সেই সঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিয়ে তিনি বলেন, বিজেপি বাংলার ভালো চায় না৷ ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে ক্ষমতা দখলের লোভে ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জারি করেছে৷ কিন্তু শীত-গ্রীষ্ণ-বর্ষা, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলই ভরসা৷ সাংসদের কথা থেকেও সেটা স্পষ্ট৷ এর পরেই তাঁর টিপ্পনি, ‘‘হঠাৎ করে বিজেপি’তে নাম লেখাতে গিয়েছিল৷ এখন বিলম্বিত বোধদয় হয়েছে৷’’ তবে কি ফের ফুল বদল করবেন অর্জুন? বাড়ছে জল্পনা৷