প্রতারণার পর্দাফাঁসের জের, দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভূত!

প্রতারণার পর্দাফাঁসের জের, দক্ষিণ আফ্রিকায় গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভূত!

জোহানেসবার্গ: প্রতারণার পর্দা ফাঁস করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা ববিতা দেওকরণ। তার জেরে খুন হতে হল তাকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। সেখানে ৫৩ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে গুলি করে খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ‘বঙ্গভঙ্গ’ দাবির আবহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! জোর রাজনৈতিক জল্পনা

গত বছর থেকে শুরু হওয়া করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিশ্বের সর্বত্র মাস্ক এবং পিপিই কিট প্রচন্ড আবশ্যিক হয়ে পড়ে। সেই পিপিই কিট প্রতারণা নিয়ে মুখ খুলেছেন এই মহিলা। তার জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। জানা গেছে গত বছর কয়েক লক্ষ ডলার পিপিই কিট দুর্নীতির অনেক তথ্য সামনে এনে ছিলেন তিনি। সেই কারণেই দুষ্কৃতীরা তাকে গুলি করে খুন করল। সূত্র মারফত জানা গিয়েছে, নিজের বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে যখন ওই মহিলা বাড়ি ফিরছিলেন তখন সেই সময় তার গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকজন দুষ্কৃতী আচমকাই গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার শরীর এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকার পিপিই কিট দুর্নীতি হয়েছিল যার একমাত্র রাজসাক্ষী ছিল এই ভারতীয় বংশোদ্ভূত মহিলা। 

আরও পড়ুন- অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতারণা চক্র! পুলিশের জালে কলকাতার ৩

বেশ কয়েকদিন ধরেই এই ঘটনার তদন্ত চলছিল এবং স্বাস্থ্য দফতরের তদন্তে নিয়মিত সাক্ষী দিচ্ছিলেন ববিতা। তদন্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে চলে এসেছিল কিন্তু এতদিন ধরে তিনি যে কোনো ভাবে হুমকি ফোন বা কোনো রকম হুমকি পেয়েছেন সেই কথা কোনো দিন বলেননি। তাই আচমকা এই ঘটনা ঘটায় এখন পুলিশও কিছুটা ধোঁয়াশায় পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *