নন্দীগ্রাম: ১০ বছর আগে সমবার ব্যাঙ্কের গ্রুপ ডি কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন তিনি ব্যাঙ্কের ম্যানেজার। ব্যাঙ্কের ম্যানেজার হওয়ার জন্য অভিযুক্ত মহিলা জাল শংসাপত্রের আশ্রয় নিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ গ্রুপ ডি পদে যোগ দিয়ে ১০ বছরের মধ্যে নন্দীগ্রামের সমবায় ব্য়াঙ্কের ম্যানেজার। শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দাখিল করে ম্যানেজার পদে কাজ করছেন। অভিযোগ উঠল নন্দীগ্রামে বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী তমলুকের সমবায় ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর ও স্থানীয় তৃণমূল নেতা তরুণ মণ্ডল।
অভিযুক্ত মহিলার স্বামীও নন্দীগ্রামের এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতা জানিয়েছেন, যে সংস্থা থেকে স্ত্রীর শংসাপত্র মিলেছিল, সেটা ভুয়ো জানা ছিল না। তৃণমূল থেকে বিজেপিতে গেলেই অভিযোগ গেরুয়া শিবিরের। চোরের মায়ের বড় গলা, পাল্টা জবাব তৃণমূলের। তবে তৃণমূলের অভিযোগের পর কিছুটা অস্বস্তিতে গেরুয়া শিবির।