তৃণমূল সরকারের বর্ষপূর্তির আগে ‘ভোট হিংসা’র বর্ষপূর্তি পালন বিজেপির!

তৃণমূল সরকারের বর্ষপূর্তির আগে ‘ভোট হিংসা’র বর্ষপূর্তি পালন বিজেপির!

কলকাতা: তৃণমূল সরকারর একাদশ তম বর্ষপূর্তির ঠিক আগে কলকাতা জুড়ে বিজেপির হোডিং। বর্ষপূর্তি উপলক্ষে শাসক দলের কর্মসূচিকে কটাক্ষ করে এই হোডিং। হোডিং পোস্টারে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি, গণতন্ত্র পালনের সঙ্কল্প সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। বিজেপির এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ উঠতে শুরু করেছে। 

বিজেপির তরফে কলকাতার বিভিন্ন জায়গায় হোডিং লাগানো হয়েছে। চাঁদনিচক, সেন্ট্রাল অ্যাভেনিউ, ধর্মতলা, তালতলা, জানাবাজারে বিজেপির হোডিং দেখতে পাওয়া গিয়েছে। হোডিংয়ের মূল বক্তব্য ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি। হেডিংয়ে লেখা রয়েছে, রাজনীতি ও ভয়মুক্ত বাংলা গঠন না হওয়া পর্যন্ত বিজেপি লড়াই চালিয়ে যাবে। পাশাপাশি গণতন্ত্র সংকল্প প্রতিষ্ঠা সপ্তাহের ঠিক দিয়েছে বিজেপি। ৫ মে তৃণমূল সরকারের একাদশতম বর্ষপূর্তি। এই কর্মসূচিকে সামনে রেখে তৃণমূলের তরফে ও সরকারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, তা মানুষের সামনে তুলে ধরা হবে৷ তার আগেই পয়লা মে থেকে বিজেপির তরফে এই হোডিং যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ। 

তৃণমূল সরকারের ১১তম বর্ষপূর্তিকে কার্যত কটাক্ষ করেই রাজ্য বিজেপির তরফে এই হোডিং প্রকাশ করা হয়েছে। এই হেডিংকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *