মাঝ আকাশে বিপত্তি, প্রবল ঝড়বৃষ্টির মুখে অন্ডালগামী বিমান, আহত ৪০ যাত্রী

মাঝ আকাশে বিপত্তি, প্রবল ঝড়বৃষ্টির মুখে অন্ডালগামী বিমান, আহত ৪০ যাত্রী

কলকাতা: মাঝ আকাশে বিমান বিভ্রাট৷ হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি৷ মুম্বই থেকে অন্ডালগামী বিমানের যাত্রীরা তখন ভয়ে কাঁটা৷ আতঙ্কে তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন৷ তবে শেষ পর্যন্ত নিরাপদেই অবতরণ করে স্পাইস জেটের বিমানটি৷ কিন্তু কেন এই বিপত্তি? 

আরও পড়ুন- সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, আগাম সতর্কতা হিসেবে গুচ্ছ সিদ্ধান্ত প্রশাসনের

বিশেষজ্ঞদের মতে এয়ার টার্বুল্যান্সের কারণেই এই সমস্যা। ঝড়, বৃষ্টি, আবহাওয়ার পরিবর্তনের জেরে এমনটা হয়ে থাকে। তবে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে বিমানটিকে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। জানা গিয়েছে, বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন৷ মাঝ আকাশে বিমানটি সাংঘাতিক ভাবে কাঁপতে থাকে৷ অবতরণের সময়েও খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ধাক্কা খায়৷ প্রবল ঝাঁকুনিতে সিট বেল্ট ছিঁড়ে ছিটকে পড়েন যাত্রীরা৷ কারও মাথায় চোট লেগেছে, কারও আবার হাত ভেঙেছে। অবতরণের পরেই আহতদের দ্রুত হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যাত্রীদের মধ্যে ১২ জনের আঘাত গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

মুম্বই থেকে ৪টে ৫৭ মিনিটে রওনা দিয়েছিল অন্ডালগামী বিমানটি। ৭টা ২৫ নাগাদ অন্ডাল বিমানবন্দরে অবতরণের কথা ছিল৷ কিন্তু, আকাশে ওড়ার পরই ঝড়-বৃষ্টির কবলে পড়ে বিমানটি৷ শুরু হয় ঝাঁকুনি। সঙ্গে সঙ্গে এটিএসকে জানান পাইলট৷ অন্ডাল বিমান বন্দরে নিরাপদে বিমানটি অবতরণ করানো ছিল পাইলটের কাছে বড় চ্যালেঞ্জ। খারাপ আবহাওয়ার মধ্যে কাঁপতেই কাঁপতেই বিমানটি অবতরণ করে৷ সূত্রের দাবি, নামতে গিয়েও বিমানটি ব্যাপক গোঁত্তা খায়৷ যার জেরেই সিট বেল্ট ছিঁড়ে ছিটকে পড়েন যাত্রীরা৷ 

এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। গতকাল সন্ধ্যায় ঠিক কি ঘটনা ঘটেছিল, তা নিয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থা ও এয়ারপোর্ট অথরিটিকে দ্রুত বিস্তারিত  রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে৷ তেমনটাই কলকাতা বিমানবন্দর সূত্রে খবর। এইজন্যে ডিরেক্টর অফ এয়ার সেফটি ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছেছেন।