Modi’s
নয়াদিল্লি: ইন্দোনেশিয়ার জার্কাতায় ভারত-আসিয়ান দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে নিজের বক্তব্যে নমো বলেন, ‘একবিংশ শতাব্দী এশিয়ার শতাব্দী’৷ আসিয়ান দেশগুলির মধ্যে সমন্বয়সাধনের জন্য এদিন ১২ দফা প্রস্তাবও পেশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদ, বিভ্রান্তিকর তথ্যর মতো যে বিপদ রয়েছে, সেগুলোর বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার রয়েছে বলেও জোর দেন তিনি। কোভিড পরবর্তী পরিস্থিতিতে আসিয়ান দেশগুলির কাছে সামুদ্রিক সহযোগিতা ও নিরাপত্তা বৃদ্ধির আর্জিও জানিয়েছেন মোদী৷ (Modi’s )
নয়াদিল্লিতে জি২০ শীর্ষ সম্মেলন শুরুর দিন দুই আগে ভারত-আমিয়ান শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইন্দোনেশিয়া সফর শুরু করেন নমো। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় প্রবাসী ভারতীয়রা৷ বৃহস্পতিবার আন্তর্জাতিক মঞ্চে মোদী বলেন, পূর্ব এশিয়ার কণ্ঠ আরও জোরালো করতে হবে৷ জি-২০ বৈঠকের প্রাক মুহূর্তে তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আসিয়ান ভারতের ‘লুক ইস্ট’ নীতি গুরুত্বপূর্ণ অংশ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আসিয়ানের দৃষ্টিভঙ্গির প্রতি নয়াদিল্লির সমর্থন রয়েছে। আসিয়ান আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ, এখানে সদস্য দেশগুলির কথা গুরুত্ব সহকারে শোনা হয়। মহামারী পরিস্থিতিতেও আমরা পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে উন্নয়নের পথে এগিয়ে গিয়েছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে৷ একবিংশ শতক এশিয়ার শতক।’
প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা যে শের মাটি ছাড়িয়ে বিদেশেও রয়েছে, সেখানেও যে তিনি সমানভাবে জনপ্রিয়… বৃহস্পতিবার কাকভোরে জাকার্তার হোটেলের এই দৃশ্য দেখেই তা স্পষ্ট। মোদীর জয়ধ্বনির সঙ্গে সঙ্গে এদিন স্লোগান উঠল, ‘হামারে নেতা কেয়সা হো, নরেন্দ্র মোদীজি জেইসা হো…’। ‘হর হর মোদি, হর ঘর মোদী…’ রবও শোনা গেল জাকার্তায়৷