বাংলায় কি আইনের শাসন নেই? ব্যাখ্যা দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

বাংলায় কি আইনের শাসন নেই? ব্যাখ্যা দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য

বারাসত: সাম্প্রতিক সময়ে রাজ্যজুড়ে বেড়ে গিয়েছেন খুন, ধর্ষণ, গণহত্যার ঘটনা৷ বগটুই থেকে হাঁসখালি, বোলপুর, গাংনাপুর৷ ঘটনার যেন শেষ নেই৷ কেন এই পরিস্থিতি, কেন দুষ্কৃতীদের এমন দৌরাত্ম্য, কেন বাংলায় আইনের শাসন ক্রমেই তলিয়ে যাচ্ছে? এবার তার ব্যাখ্যা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র, সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

তাঁর মতে, ‘‘বর্তমানে রাজ্যের পুলিশ দুর্নীতিতে গা ভাসিয়ে দিচ্ছেন। কারন আমাদের রাজ্যের পুলিশ কোনও আইন কঠোরভাবে লাগু করতে গেলে তৃনমূলের নেতারা তাদের মারধর করে, এমন কী মেরে পর্যন্ত ফেলে৷ তাই নিজেদের জীবন খুইয়ে আইন রক্ষা করার তাগিদ নেই পুলিশের। আর এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজে।” রবিবার রাতে খরদা রবীন্দ্র ভবনে এক সভায় যোগ দিতে এসে রাজ্যের পুলিশ প্রশাসনের অসহায়তা নিয়ে এভাবেই মুখ্যমন্ত্রী ও তাঁর প্রশাসনকে কটাক্ষ করেন বিকাশবাবু৷

এদিন ডিওয়াইএফআই ১১তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষ্যে ডিওয়াইএফআই উত্তর ২৪পরগনা জেলা কমিটির পক্ষ থেকে খরদা রবীন্দ্রভবনে আলোচনা সভার ব্যাবস্থা করা হয়। যাতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, মহিলা নেত্রী রুপা বাগচী, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জাতীয় কংগ্রেসের নেতা অরুণাভ ঘোষ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, চলচ্চিত্র শিল্পী বাদশা মৈত্র সহ অন্যান্যরা৷ বিকাশবাবুর সুরে অন্যরাও বর্তমান শাসকের ভূমিকার তীব্র সমালোচনা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 11 =