বহরমপুর হত্যাকাণ্ডে বিজেপি যোগ? পোস্টে শুভেন্দুকে নিশানা দেবাংশুর

বহরমপুর হত্যাকাণ্ডে বিজেপি যোগ? পোস্টে শুভেন্দুকে নিশানা দেবাংশুর

কলকাতা: বহরমপুরের সুতপা চৌধুরী হত্যাকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে প্রেমিক সুশান্ত। সোমবার সন্ধ্যে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই রাত ১০টা নাগাদ সমশেরগঞ্জের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের বিশেষ শাখা৷ সুশান্তকে জেরা করে অনেক তথ্য সামনে এসেছে। যেমন সে কতদিন ধরে এই খুনের পরিকল্পনা করেছিল, মূলত কীসের কারণে এই খুন, সবকিছু। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে রাজনৈতিক রঙ লাগেনি। এবার তাই লাগালেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। বিজেপিকে নিশানা করে পোস্ট করলেন তিনি এবং সরাসরি আক্রমণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর আশ্বাসে কাজ! আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষা দফতর

এদিন এই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত সুশান্তের ফেসবুক প্রোফাইলের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে পোস্ট করেন দেবাংশু। সেখানেই দেখা যায়, সুশান্তের একাধিক পোস্ট বিজেপি সমর্থন করে। এক কথায় বলা যেতে পারে যে সে বিজেপি সমর্থক ছিল। এই বিষয়টিকেই হাতিয়ার করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিশানা করে দেবাংশু লিখেছেন, ”শুভেন্দু বাবু, বহরমপুরের কুখ্যাত খুনি এই সুশান্ত আপনাদের দলের কর্মী। আগে নিজের দলের কর্মীদের সুশিক্ষা দিন। বিজেপির কালচারে বেড়ে ওঠা একটাও ভদ্রলোককে আজ অবধি দেখলাম না! সবকটা ধর্ষক, খুনী, চোর, জল্লাদ নয়ত লোডশেডিং করে জেতা লোকজন!” এই পোস্টের সঙ্গে সঙ্গেই এই ঘটনার সঙ্গে রাজনীতি জুড়ে গেল। যদিও দেবাংশুর পোস্ট করা সুশান্তের ওই পোস্টগুলির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম

আসলে খুনের আগে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত খোলাখুলি লিখেছিল, ‘‘আমি ভারতীয়। এই বেওয়াফা তোর উপর একদিন অনেক ভারী পড়বে। এমনকী, তোর জান পর্যন্ত যেতে পারে ম্যাডামজি।” সঙ্গে ‘স্যাড’ ইমোজিও পোস্ট করে সুশান্ত। এই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে রহস্য৷ সুশান্তের পুলিশের কাছে দাবি, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুতপা৷ এমনকি সে এও জানিয়েছে, সে সুতপাকে বিয়ে পর্যন্ত করেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − eight =