বিস্ফোরণের রেশ কাটার আগেই একের পর এক রকেট হামলা কাবুল বিমানবন্দরে

বিস্ফোরণের রেশ কাটার আগেই একের পর এক রকেট হামলা কাবুল বিমানবন্দরে

77f5134bcb30d189e90de43d0b0e7ebc

কাবুল:  তালিবান আফগানিস্তান দখল নেওয়ার পরেই শুরু হয়েছে একের পর এক হামলা৷  বিস্ফোরণে রক্ত ঝরার পর এবার কাবুল বিমানবন্দরে এবার রকেট হামলা। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে উড়ে আসে পর পর পাঁচটি রকেট। যদিও এই রকেট ক্ষতি করতে পারেনি৷ বিমানবন্দরের বিশেষ এয়ার ডিফেন্স সিস্টেম রকেটগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়।  এই ঘটনায় এখনও পর্যন্ত  বড়সড় কোনও ক্ষয়ক্ষতির খবরও মেলেনি। এদিনের হামলার পিছনেও আইএস-এর হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা৷ 

আরও পড়ুন- বিস্ফোরণের রেশ কাটার আগেই একের পর এক রকেট হামলা কাবুল বিমানবন্দরে

সোমবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ বিমানবন্দরের কাছে এই রকেট হামলা হয়৷ রকেট হামলার জেরে গোটা শহর ধোঁয়ায় ভরে যায়৷ অনেক জায়গায় আগুনও লেগে যায়৷ রকেট হামলার জেরে বহু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাবুল বিমানবন্দরের কাছে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পাশে রাখা একটি গাড়ি থেকে এই রকেটগুলি ছোড়া হয়৷ হামলা চালানোর উদ্দেশেই এই গাড়িটি আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে৷ প্রসঙ্গত, এই রকেট হানার ২৪ ঘণ্টা আগেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরক বোঝাই গাড়ি ধ্বংস করেছিল মার্কিন সেনা৷ আজকের ঘটনা তারই প্রত্যঘাত বলে মনে করা হচ্ছে৷ 

উল্লেখ্য, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে৷ তার আগে একের পর এক হামলা চলছে৷  বিমানবন্দর সংলগ্ন এলাকায় আরও হামলা হতে পারে বলে সতর্ক করা হয়েছে৷ এর আগে ২৬ অগাস্ট জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল হামিদ কারজাই বিমানবন্দর৷ এর পর কাবুলে আইএস জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এয়ার স্ট্রাইক চালায় মার্কিন সেনা৷ এর পর আজ ফের উত্তপ্ত হয়ে ওঠে বিমানবন্দর চত্বর৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *