কেন্দ্র মানুষের পকেট কাটছে, তবু বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই: মমতা

কেন্দ্র মানুষের পকেট কাটছে, তবু বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই: মমতা

কলকাতা: নেতাজি ইন্ডোর থেকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, এখন মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প হয়েছে। চিকিৎসায় উন্নতি হয়েছে৷ আমাদের সময় তো একটা হাসপাতালে ভর্তি করতেই পারতাম না। পাড়ার ডাক্তার একটা লালজল দিয়ে দিত। আজ তো সে অসুবিধা নেই। কত হাসপাতাল হয়েছে। ন্যায্যমূল্যে ওষুধ পাচ্ছেন। কেন্দ্রীয় সরকার দু’বার করে ওষুধের দাম বাড়িয়েছে। মানুষের পকেট কাটছে টাকা নিচ্ছে। জীবনদায়ী ওষুধেরও দাম বাড়িয়েছে। আর আমাদের সরকার মানুষের স্বার্থে স্বাস্থ্যসাথী করেছে।

আরও পড়ুন- এটা উত্তরপ্রদেশ-বিহার নয়, এখানে রং দেখে বিচার হয় না: মমতা

তাঁর কথায়, বাংলাকে এত দুর্বল ভাবার কারণ নেই। বাংলা সবাইকে নিয়ে চলে। মমতা বলেন, আমি সব ধর্মের সব জানি। উর্দু, পঞ্জাবি, ধোকলা, ধোসাও জানি। ছট পুজোও জানি, বুদ্ধদেবও জানি, জৈনও জানি, খ্রিস্টানও জানি। আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার কোনও দরকার নেই। বাংলা শিক্ষার আলোকে আলোকিত। সংস্কৃতির আলোকে সুরভিত। সভ্যতার আলোকে বিকশিত। বাংলা মা-বোনেদের আবেগে গর্বিত। বাংলা ছাত্রছাত্রীদের আবেগে সমৃদ্ধ। তাই এই বাংলা বিশ্ববাংলা।