কলকাতা: বিস্তর বিতর্কের পর টুইটার কিনেছেন মার্কিন ধনকুবের এমন মাস্ক৷ যদিও টুইটার কেনার প্রস্তাব দেওয়ার পরই ট্রোলের মুখে পড়তে হয়েছিল টেসলা কর্তাকে। নেট নাগরিকরা তাঁকে পরামর্শ দিয়েছিলেন, তিনি যেন ঋণের ভারে ডুবে থাকা শ্রীলঙ্কাকে উদ্ধার করতে এগিয়ে যান৷ শেষমেষ তিনি এখন টুইটারের মালিক৷ কিন্তু তাঁকে নিয়ে চর্চা থামেনি৷ এরই মধ্যে মাস্কের কাছে ক্রিকেটার শুভমন গিল আবদার করে বসেন, ‘এবার সুইগি কিনে নিন।’ এর জন্য শুভমনকেও অবশ্য কম কথা শুনতে হয়নি। তবে মাস্কের সাম্প্রতিক একটি টুইট ঘিরে চর্চা তুঙ্গে৷ যেখানে তিনি লিখেছেন – এবার তিনি নাকি দেবাংশুকে কিনতে চান! মাস্কের নজর এখন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যর উপর!
আরও পড়ুন- ১৫ দিন ধরে খুনের প্রস্তুতি, চায়ের দোকানের ধাপিতে বসে সুতপার জন্য অপেক্ষা… তারপর
মাস্কের এই টুইট এখন নেট পাড়ায় ভাইরাল৷ হোক না সে মিম৷ তা বলে চর্চায় কোনও খামতি নেই৷ শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় মাস্কের এই টুইট দেখে জবাব দিয়েছেন দেবাংশুও৷ পেজে নজর রাখলেই চোখে পড়বে দেবাংশুর উত্তর৷ সেখানে তিনি লিখেছেন– ”টেসলার দরজার সামনে শুতে হবে? নাকি টুইটারের?” যদিও পুরোটাই মিম।
টুইটার নিয়ে বহু দর কষাকষির পর অবশেষে এপ্রিলের শেষে এলন মাস্কের ঝুলিতে আসে এই মাইক্রো ব্লগিং সাইট৷ গোটা টুইটারই কিনে কিনে নেন মাস্ক। তিনি চূড়ান্ত দর হেঁকে বলেন, ‘অন্তিম এবং সেরা অফার’। টুইটারের শেয়ার পিছু ৫৪.৪২ ডলার (ভারতীয় মুদ্রায় ৪১১৫ টাকা) দিতে রাজি হন টেসলা কর্তা। সেই দরে টুইটারের মূল্য দাঁড়ায় ৪১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ৩ লক্ষ ১২ হাজার ১৪৯ কোটি টাকারও বেশি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>