আরজিকর-এ হবে না অর্জুনের দেহের ময়নাতদন্ত, তাহলে কোথায়? জানাল হাইকোর্ট

আরজিকর-এ হবে না অর্জুনের দেহের ময়নাতদন্ত, তাহলে কোথায়? জানাল হাইকোর্ট

কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের মাঝে  বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃত্যু নিয়ে তোলপাড় কাশীপুর৷ ইতিমধ্যেই পরিবারের তরফে তো বটেই খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। অন্যদিকে, বিজেপির মামলা হাইকোর্টে গৃহীত হয়েছে এবং তার কারণে এখনই ময়নাতদন্ত করা যাবে না বলে জানান হয়েছিল। এবার আদালত জানাল, বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত হবে আরজিকর মেডিকেল কলেজ থেকে পাঁচ  কিলোমিটার দূরত্বে কমান্ড হাসপাতালে।

আরও পড়ুন- ময়নাতদন্ত স্থগিতের আর্জি, BJP কর্মীর রহস্যমৃত্যুতে মামলার অনুমতি হাই কোর্টের

আদালত এদিন জানিয়েছে, আরজি কর হাসপাতালের ফরেন্সিক সায়েন্সের প্রধান, কল্যাণী এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে বিজেপি নেতার। এছাড়াও ময়নাতদন্তের সম্পূর্ণ ভিডিও গ্রাফি করতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়েছে, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্ত। এদিন এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এদিকে, সরকার পক্ষের বক্তব্য বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়া আত্মহত্যা করেছে। যদিও অর্জুন চৌরাসিয়ার মা জানিয়েছেন পূর্বপরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে। আজ আবার এই অভিযোগও উঠেছে যে, অর্জুন চৌরাসিয়ার মাকে হেনস্থা করেছে পুলিশ৷ সব মিলিয়ে উত্তাপ তুঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে।

আজই অর্জুনের বাড়ি কাশীপুরে গিয়েছিলেন অমিত শাহ। সেখানে বলেন, “বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধ নিতে হত্যালীলা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব।” তিনিও সিবিআই তদন্ত দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 1 =