কলকাতা: ফের রান্নার গ্যাসের দাম বাড়ল। এবার রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বাড়ল। ক্রমাগত রান্নার গ্যাসের দাম বাড়ায় ওষ্ঠাগত মধ্যবিত্তদের জীবন। এই প্রসঙ্গে ট্যুইটারে কেন্দ্র সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে বলেন, দেশবাসীকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন।
শনিবার রান্নার গ্যাসের দাম একবারে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে লেখেন, ‘এবার কেন্দ্রীয় সরকারের দেশবাসীর ওপর অত্যাচার বন্ধ করা প্রয়োজন। বার বার জ্বালানির দাম, এলপিজির দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুঠতরাজ চালাচ্ছে। এরপরেও সংবাদমাধ্যমকে চুপ থাকতে দেখে কষ্ট হচ্ছে। দেশবাসীকে বোকা বানানো হচ্ছে।’
শনিবার রান্নার গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আরও চড়া হল এলপিজি-র মূল্য। নতুন দামের ফলে কলকাতাতে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম এক হাজার টাকা ছাড়িয়ে গেল। কলকাতা আগে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৯৭৬ টাকা। এবার রান্নার গ্যাস ১০২৬ টাকায় কিনতে হবে। এর আগে গত ২২ মার্চ রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়। এক মাসের মধ্যে ফের রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বাড়ল।
রাশিয়া ইউক্রেনের যুদ্ধের জেরে আন্তর্জাতিক অপরিশোধিত তেল ব্যারেল পিছু ১০০ ডলারের ওপরে পৌঁছে গিয়েছে। যদিও সেই সময় ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। কিন্তু পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর লাগাতার দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়তে থাকে। ২২ মার্চ থেকে এখনও পর্যন্ত লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ১০.৪৫ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ১০.০৪ টাকা।